শিরোনাম
জ্বলছে সুন্দরবন, আগুন নেভাতে ভোরের অপেক্ষা যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থিদের বিক্ষোভ জয় দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু বাংলাদেশের ইউরোপে তিন বছরে ৫০ হাজারের বেশি অভিবাসী শিশু নিখোঁজ পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড যে গ্রামের বাসিন্দারা প্লেনে চড়েই অফিস-বাজারে যান! টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার পেলেন ইমদাদুল হক মিলন ও মাহবুব ময়ূখ রিশাদ বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর দক্ষিণ ব্রাজিলে ৮০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যা নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 27 March, 2024 01:35

যুক্তরাষ্ট্রে জাহাজের ধাক্কায় সেতু ধস, উদ্ধার ২, নিখোঁজ ৭

যুক্তরাষ্ট্রে জাহাজের ধাক্কায় সেতু ধস, উদ্ধার ২, নিখোঁজ ৭
মেইল রিপোর্ট :

যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের প্যাটাপস্কো নদীর ওপর নির্মিত তিন কিলোমিটার দীর্ঘ একটি সেতু জাহাজের ধাক্কায় ভেঙে পড়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় দুই ভুক্তভোগীগে পানি থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ম্যারিল্যান্ডের পরিবহন কর্তৃপক্ষ (এমটিএ)। তবে, স্থানীয় কর্তৃৃপক্ষ বলছে, ভুক্তভোগীর সংখ্যা বাড়তে পারে। কেননা, এখনও সাত ব্যক্তি নিখোঁজ রয়েছে।

আল জাজিরা, বিবিসির খবরে বলা হয়েছে, যে এলাকায় দুর্ঘটনাটি ঘটে সেখানকার তামপাত্রা অনেক কম। ফলে যারা নিখোঁজ রয়েছেন তাদের জীবিত উদ্ধার নিয়ে উদ্বেগ বাড়ছে। কারণ, সেতুর ঝুলন্ত অবকাঠামো ও অত্যাধিক ঠাণ্ডা আবহাওয়ার করণে উদ্ধারকারীরা নিরাপদ নয়।

এ ঘটনার বেশ কয়েকটি ভিডিও প্রকাশ পেয়েছে বিভিন্ন মাধ্যমে। তাতে দেখা গেছে, চার লেনের ১ দশিক ৬ মাইল দীর্ঘ সেতুটিকে ধাক্কা দেয় জাহাজটি। মুহূর্তের সেতুটি ধসে পানিতে পড়ে। এ সময় অন্তত ২০ জন পানিতে পড়ে যায়।

বাল্টিমোরের মেয়র ব্র্যান্ডন স্কট জাহাজ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। এক্স বার্তায় তিনি জানিয়েছেন, জরুরি কর্মীরা ঘটনাস্থালে উদ্ধার কার্যক্রম শুরু করেছেন।

বাল্টিমোর সিটি ফায়ার ডিপার্টমেন্টের বরাত দিয়ে সিবিসিএস নিউজ জানিয়েছে, ভেঙে পড়ার সময় সেতুটিতে ট্রাকের বিশাল সারি ছিল। সেতুতে আঘাতকারী জাহাজের আশপাশের পানিতে প্রচুর পরিমাণ ডিজেল ছড়িয়ে পড়ে। ডুবুরি ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পানিতে পড়াদের শনাক্তের কাজ করছে।

ফায়ার ডিপার্টমেন্টের যোগাযোগবিষয়ক পরিচালক কেভিন কার্টরাইটও এসব তথ্য নিশ্চিত করেন। তিনি এও জানান, যে জাহাজটি সেতুতে আঘাত হানে সেটি ছিল সিঙ্গাপুরের পতাকাবাহী কন্টেইনার। জাহাজটির নাম ‘দ্য ডালি’। আর যে সেতুটি নদীতে পড়ে গেছে, সেটির ক্ষয়ক্ষতির পরিমাণও পরিষ্কার নয়।

উপরে