শিরোনাম
পাকিস্তানের কাছে ৪.৩২ বিলিয়ন ডলার ন্যায্য হিস্যা চাইলো বাংলাদেশ গ্রিনকার্ডধারীদের জন্য নতুন সতর্কতা যুক্তরাষ্ট্রের গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত ট্রান্সজেন্ডাররা নয়, শুধু জন্মগত নারীরাই নারী: ব্রিটিশ আদালতের রায় ওয়াকফ বিলের প্রতিবাদে উত্তাল কলকাতা দক্ষিণী নির্মাতার হাত ধরে খলনায়ক হয়ে ফিরছেন শাহরুখ ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ডোমিনিকায় নাইটক্লাবের ছাদ ধসে নিহত বেড়ে ৯৮ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 4 May, 2018 00:47

মুক্তিযোদ্ধার সন্তানদের ৩৫ কোটি টাকা শিক্ষাবৃত্তি দেবে ভারত

মুক্তিযোদ্ধার সন্তানদের ৩৫ কোটি টাকা শিক্ষাবৃত্তি দেবে ভারত
ঢাকা অফিস :

মুক্তিযোদ্ধাদের কল্যাণে আগামী পাঁচ বছরে ১০ হাজার মুক্তিযোদ্ধার সন্তানকে ৩৫ কোটি টাকা শিক্ষাবৃত্তির ঘোষণা দিয়েছে ভারতীয় হাইকমিশন।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এ বৃত্তি প্রকল্পের ঘোষণা করে ভারতীয় হাইকমিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি বছর উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের এক হাজার করে মোট দুই হাজার শিক্ষার্থীকে এই বৃত্তি দেয়া হবে। উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা এককালীন ২০ হাজার টাকা এবং স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা ৫০ হাজার টাকা করে বৃত্তি পাবেন। এই প্রকল্প চলমান পুরাতন বৃত্তি প্রকল্পের সঙ্গে একসঙ্গে চালানো হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলতি বছর পুরাতন বৃত্তি প্রকল্পের আওতায় স্নাতক পর্যায়ের ৪০০ জন শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হবে। আর নতুন প্রকল্পের জন্য মোট এক হাজার ৬২১ জন (স্নাতক পর্যায়ের এক হাজার জন এবং উচ্চমাধ্যমিক পর্যায়ের ৬২১ জন) শিক্ষার্থী নির্বাচিত হয়েছে।

ঢাকা বিভাগের শিক্ষার্থীদের হাতে বৃহস্পতিবার চেক হস্তান্তর করা হয়। পরবর্তী কয়েক সপ্তাহে রংপুর, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, যশোর এবং ময়মনসিংহের শিক্ষার্থীর হাতে চেক হস্তান্তর করা হবে।

উপরে