শিরোনাম
পাকিস্তানের কাছে ৪.৩২ বিলিয়ন ডলার ন্যায্য হিস্যা চাইলো বাংলাদেশ গ্রিনকার্ডধারীদের জন্য নতুন সতর্কতা যুক্তরাষ্ট্রের গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত ট্রান্সজেন্ডাররা নয়, শুধু জন্মগত নারীরাই নারী: ব্রিটিশ আদালতের রায় ওয়াকফ বিলের প্রতিবাদে উত্তাল কলকাতা দক্ষিণী নির্মাতার হাত ধরে খলনায়ক হয়ে ফিরছেন শাহরুখ ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ডোমিনিকায় নাইটক্লাবের ছাদ ধসে নিহত বেড়ে ৯৮ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 8 December, 2018 02:12

মায়া বাদ, চাঁদপুর-৪ আসনে প্রেসক্লাব সভাপতি

মায়া বাদ, চাঁদপুর-৪ আসনে প্রেসক্লাব সভাপতি
ঢাকা অফিস :

চাঁদপুরের পাঁচটি আসনের দুটিতে প্রার্থী রদবদল করেছে আওয়ামী লীগ। এসেছে নতুন প্রার্থী। বাদ পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। 

শুক্রবার সকালে দলের সভানেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত চিঠি চূড়ান্ত প্রার্থীদের কাছে পাঠানো হয়।

জানা গেছে, চাঁদপুর-২ ( মতলব উত্তর ও দক্ষিণ) আসনে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মো. নুরুল আমিনকে। 

প্রাথমিক মনোনয়নে দুজনের নাম ছিল। অন্যজন ছিলেন বর্তমান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বাদ পড়েছেন। 

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমানকে।  বর্তমান সাংসদ মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া তালিকা থেকে বাদ পড়েছেন।

উপরে