শিরোনাম
পাকিস্তানের কাছে ৪.৩২ বিলিয়ন ডলার ন্যায্য হিস্যা চাইলো বাংলাদেশ গ্রিনকার্ডধারীদের জন্য নতুন সতর্কতা যুক্তরাষ্ট্রের গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত ট্রান্সজেন্ডাররা নয়, শুধু জন্মগত নারীরাই নারী: ব্রিটিশ আদালতের রায় ওয়াকফ বিলের প্রতিবাদে উত্তাল কলকাতা দক্ষিণী নির্মাতার হাত ধরে খলনায়ক হয়ে ফিরছেন শাহরুখ ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ডোমিনিকায় নাইটক্লাবের ছাদ ধসে নিহত বেড়ে ৯৮ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 20 December, 2018 12:14

আমি নকলা-নালিতাবাড়ী মানুষের কামলি বেটি: মতিয়া চৌধুরী

আমি নকলা-নালিতাবাড়ী মানুষের কামলি বেটি: মতিয়া চৌধুরী
পথসভায় বক্তব্য রাখছেন মতিয়া চৌধুরী
ঢাকা অফিস :

নিজেকে নকলা ও নালিতাবাড়ী মানুষের কামলি বেটি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নালিতাবাড়ী-নকলা) আসনে দলটির মনোনীত প্রার্থী কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।

বুধবার সকালে নিজ নির্বাচনী এলাকা নকলা উপজেলার উরফা ইউনিয়নের কোদাল ধোয়া বাজারে আয়োজিত এক পথসভায় এলাকার জনতার উদ্দেশে মতিয়া চৌধুরী এসব কথা বলেন।

তিনি বলেন, কামলি বেটির কাছ থেকে কাম বুইঝা নেয় মাইনষে। আপনাদের কাছে আমরা পাঁচ বছরের জন্য কামলি বেটি হই। আমি যা করছি আপনারা তা নিজে চোখে দেখছেন। একটা কথা বলি নাই যেটা মিথ্যা।

তিনি আরও বলেন, অনেকে মনে করেন মন্ত্রী হিসেবে টিআর-কাবিখা আমি বেশি বেশি পাইছি। একজন সাধারণ এমপি যা পায়, আমি তাই পাইছি। আপনাদের দোয়ার বরকতে আমি কাজগুলো করতে পারছি।

মতিয়া চৌধুরী বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনা কালকে একটা দামি কথা বলছেন, দেশ চালাতে গিয়ে যদি ভুলক্রুটি হয়ে থাকে মাফ করে দেবেন। আমি তারই পার্টির একজন নগণ্য কর্মী। আর আমার একটু কড়া কথা বলার অভ্যাস আছে। কড়া কথা বলার জন্য যদি কারও মনে কোনো দুঃখ লেগে থাকে তাহলে আমিও আমাদের নেত্রীর মতো আপনাদের কাছে ক্ষমা চাই। দয়া করে নৌকা মার্কায় একটা করে ভোট দেবেন।

মতিয়া বলেন, আজকে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন আমরা সবকিছুতেই বাংলাদেশের চেয়ে পেছনে। তাহলে বুঝেন কী অবস্থা! বঙ্গবন্ধুর কন্যা আজ পাকিস্তানকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছেন।

তিনি উপস্থিত ভোটারদের উদ্দেশে বলেন, আগামী ১০ দিনে প্রত্যেকে ১০টি ভোট সংগ্রহ করে ভোটকেন্দ্রে নিয়ে যাবেন।

এদিন মতিয়া চৌধুরী নকলা উপজেলার উরফা ইউনিয়নের বিরনেরঘাট, পিছলাকুড়ি বাজার, তারাকান্দা বাজার, লয়খা উচ্চ বিদ্যালয় মাঠ, বারমাইসা বাজারসহ অন্তত ১০টি নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন।

ওই সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, নকলা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুল আলম সোহাগ, নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন প্রমুখ।

উপরে