শিরোনাম
পাকিস্তানের কাছে ৪.৩২ বিলিয়ন ডলার ন্যায্য হিস্যা চাইলো বাংলাদেশ গ্রিনকার্ডধারীদের জন্য নতুন সতর্কতা যুক্তরাষ্ট্রের গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত ট্রান্সজেন্ডাররা নয়, শুধু জন্মগত নারীরাই নারী: ব্রিটিশ আদালতের রায় ওয়াকফ বিলের প্রতিবাদে উত্তাল কলকাতা দক্ষিণী নির্মাতার হাত ধরে খলনায়ক হয়ে ফিরছেন শাহরুখ ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ডোমিনিকায় নাইটক্লাবের ছাদ ধসে নিহত বেড়ে ৯৮ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 15 March, 2019 14:58

তিতাস গ্যাসফিল্ডে আগুন, ২টি কূপের উৎপাদন সাময়িক বন্ধ

তিতাস গ্যাসফিল্ডে আগুন, ২টি কূপের উৎপাদন সাময়িক বন্ধ
ঢাকা অফিস :

ব্রাহ্মণবাড়িয়া তিতাস গ্যাস ফিল্ডের ১ নং লোকেশনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় তিতাস ফিল্ডের ১ ও ২ নং গ্যাস ক্ষেত্রের গ্যাস উৎপাাদন বন্ধ রয়েছে।

ফলে জাতীয় গ্যাস গ্রিডে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টা থেকে অন্তত ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

গ্যাস ফিল্ডের একটি সূত্র জানায়, বিকেলে প্রায় সাড়ে ৫ টায় গ্যাস ক্ষেত্রের ১ নং লোকেশনের ফ্লেয়ার লাইনের পাশে জমে থাকা কনডেনসেড (অপরিশোধিত জ্বালানি তেল) থেকে আকস্মিকভাবে অগ্নিকান্ড ঘটে। মুহূর্তেই আগুন করে কয়েকশ ফুট ওপরে উঠে যায়। এতে ফিল্ড অভ্যন্তরে উদ্বেগ, উৎকন্ঠা ছড়িয়ে পড়ে। পাশেই ফিল্ডের সংস্কার কাজ চলছিল।

খবর পেয়ে কর্মকর্তারা দ্রুত ছুটে আসেন ঘটনাস্থলে। ফ্লেয়ার লাইনের কয়েকশ গজের মধ্যেই তিতাস গ্যাস ক্ষেত্রের ১ ও ২ নং কূপ থাকায় দ্রুত এসব কূপের উৎপাদন বন্ধ করে দেয়া হয়। এতে এসব কূপ থেকে জাতীয় গ্যাসগ্রিডে গ্যাস সরবরাহ বন্ধ থাকে। গ্যাস ফিল্ডের নিজস্ব ইউনিট এবং ফোম ব্যবহার করাসহ ৩ টি অগ্নিনির্বাপন ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

বাংলাদেশ গ্যাস ফিল্ডের এমডি তৌফিকুর রহমান তপু  জানান, এ ঘটনায় কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে তদন্ত করা হবে।

উপরে