বিবি অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল, খুলনার কার্যকরী সভাপতি রিয়াজুল হক

বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল, খুলনার কার্যকরী সভাপতি নির্বাচিত হয়েছেন মো. রিয়াজুল হক। তিনি কেন্দ্রীয় ব্যাংকের উপ-পরিচালক হিসেবে কর্মরত।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল, খুলনা শাখার তিনি কার্যকরী সভাপতি নির্বাচিত হন। কাউন্সিলের ইতিহাসে তিনিই প্রথম কার্যকরী সভাপতি।
গোপালগঞ্জের কৃতি সন্তান বাংলাদেশ ব্যাংকের এই চৌকস কর্মকর্তা মাধ্যমিকে বোর্ড স্ট্যান্ড করেন। খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। তিনি ২০১০ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে যোগ দেন এবং ২০১৪ সালে উপ-পরিচালক পদে পদোন্নতি পান। সফলভাবে কেন্দ্রীয় ব্যাংকের চাকরির পাশাপাশি তিনি নিয়মিতভাবে বিভিন্ন জাতীয় পত্রিকায় কলাম লিখে থাকেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গেস্ট ফ্যাকাল্টি হিসেবে ক্লাস নেওয়ার পাশাপাশি, তিনি একজন মোটিভেশনাল স্পিকার এবং সুবক্তা। তিনি ইতোমধ্যে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভারত ও শ্রীলংকা সফর করেছেন।
বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের কার্যকরী সভাপতি নির্বাচিত হওয়ায় মো. রিয়াজুল হককে ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তারা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।