শিরোনাম
পাকিস্তানের কাছে ৪.৩২ বিলিয়ন ডলার ন্যায্য হিস্যা চাইলো বাংলাদেশ গ্রিনকার্ডধারীদের জন্য নতুন সতর্কতা যুক্তরাষ্ট্রের গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত ট্রান্সজেন্ডাররা নয়, শুধু জন্মগত নারীরাই নারী: ব্রিটিশ আদালতের রায় ওয়াকফ বিলের প্রতিবাদে উত্তাল কলকাতা দক্ষিণী নির্মাতার হাত ধরে খলনায়ক হয়ে ফিরছেন শাহরুখ ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ডোমিনিকায় নাইটক্লাবের ছাদ ধসে নিহত বেড়ে ৯৮ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 15 May, 2019 04:01

গুয়াংজু, মদিনায় চালু হবে বিমানের ফ্লাইট

গুয়াংজু, মদিনায় চালু হবে বিমানের ফ্লাইট
ঢাকা অফিস :

কয়েক দফা ঘোষণার পরও চীনের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহর গুয়াংজুতে ফ্লাইট চালু করতে পারেনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অবশেষে সেই প্রতীক্ষার পালা শেষ হতে যাচ্ছে। আগামী জুলাই মাসে এই বাণিজ্যিক শহরে সরাসরি ফ্লাইট চালু করছে এয়ারলাইন্সটি। এ ছাড়া, আগামী ২৭ অক্টোবর থেকে মদিনায়ও ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ এ তথ্য নিশ্চিত করেছেন।

ব্যবসা-বাণিজ্য বা পর্যটন সব প্রশ্নেই বাংলাদেশের কাছে চীনের বাণিজ্যিক শহর গুয়াংজু এখন গুরুত্বপূর্ণ এক গন্তব্য। তাই এই রুটে ফ্লাইট চালু হলে বাণিজ্যিকভাবে বাংলাদেশ উপকৃত হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

গুয়াংজুতে পোশাক শিল্পসহ বিভিন্ন খাতের ব্যবসায়ীদের নিয়মিত যাওয়া-আসা। বছরে অন্তত এক হাজার কোটি মার্কিন ডলারের পণ্য আসে চীন থেকে। যার বেশিরভাগই আবার গুয়াংজু থেকে। তাই ঢাকা-গুয়াংজু রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুর দাবিও অনেক দিনের।

তবে দীর্ঘদিনের প্রস্তুতি আর কয়েক দফা ঘোষণার মধ্যেই আটকে আছে, বিমানের ফ্লাইট চালুর কার্যক্রম।

শাকিল মেরাজ বলেন, ‘এই ফ্লাইট পরিচালনার জন্য আমরা চীন সরকারের কাছে আবেদন করেছিলাম। আমরা সেই অনুমোদন পেয়েছি। আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে আমরা ঢাকা-গুয়াংজু রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরো বলেন, ‘আগামী ২৭ অক্টোবর থেকে ঢাকা-মদিনা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করছি।’

গতকাল সোমবার ঢাকা-দিল্লি-ঢাকা রুটে ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ নিয়ে বর্তমানে ১৬টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে এয়ারলাইন্সটি।  গুয়াংজু ও মদিনায় ফ্লাইট চালু হলে এ সংখ্যা দাঁড়াবে ১৮টিতে।

উপরে