'গুরুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে সবসময় বিবেচনা করে ভারত'

ভারতের আসাম রাজ্য সরকারের মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী বলেছেন, গুরুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে সবসময় বিবেচনা করে ভারত। তাছাড়া সীমান্তবর্তী বৃহত্তর সিলেট অঞ্চলের মানুষের সাথে আসামের মানুষের অতীতের সুসর্ম্পক রজায় রেখে তা আরও সুদৃঢ় করতে তার সরকার কাজ করে যাচ্ছে ।
বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে ভারতের আসাম রাজ্য সরকারের বাণিজ্য ও পরিবহন মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী সিলেট সিটি কর্পোরেশনের মেয়র (সিসিক) আরিফুল হক চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এই সময় ভারতের আসাম রাজ্যের মন্ত্রী চন্দ্র মোহন পাটোয়ারা এ কথাগুলো বলেন ।
সৌজন্য সাক্ষাতকালে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ভারতের উত্তর-পূর্ব রাজ্য আসামের সাথে সিলেট অঞ্চলের সম্পর্ক দীর্ঘ দিনের । এই রাজ্যে বাংলাদেশসহ সিলেটের পণ্য রপ্তানি বৃদ্ধি ও আমদানি-রপ্তানি বাণিজ্যের সমতা আনয়নে সবাইকে এক সাথে কাজ করতে হবে । এছাড়া ভারতের উত্তর-পূর্ব রাজ্য আসাম, মেঘালয়সহ সেভেন সিস্টার্সভূক্ত রাজ্যগুলোর সাথে বাংলাদেশের দ্বি-পাক্ষিক সর্ম্পক অতীতেও ভালো ছিলো । এ সম্পর্ক যেন সবসময় অটুট থাকে । তাহলেই আসামসহ সেভেন সিস্টার্সভূক্ত রাজ্যগুলোর সাথে সিলেট তথা বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে ।
আলোচনা শেষে আসাম রাজ্য সরকারের মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুলকে উপহার সামগ্রী তুলে দেন ।
এর আগে সিলেট সিটি কর্পোরেশনের নগর ভবনে ভারতের আসাম রাজ্যের বাণিজ্য ও পরিবহন মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী ও তার প্রতিনিধি দলকে ফুল দিয়ে স্বাগত ও শুভেচ্ছা জানান মেয়র আরিফুল হক চৌধুরী ।
দুই অঙ্গরাজ্যের বৈঠককালে এ সময় উপস্থিত ছিলেন - আসাম রাজ্য সভার এডিশনাল চিফ সেক্রেটারী জশুনা বড়ুয়া, প্রিন্সিপাল সেক্রেটারী অভিনাশ জোশী, সহকারী হাই কমিশনার শ্রী এল. কৃষ্ণমূর্তি, ভারতীয় হাই কমিশনের পরথম সচিব এমএস নবনিতা চক্রবর্তী, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, সচিব মোহাম্মদ বদরুল হক, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান ও প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান প্রমূখ ।