শিরোনাম
পাকিস্তানের কাছে ৪.৩২ বিলিয়ন ডলার ন্যায্য হিস্যা চাইলো বাংলাদেশ গ্রিনকার্ডধারীদের জন্য নতুন সতর্কতা যুক্তরাষ্ট্রের গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত ট্রান্সজেন্ডাররা নয়, শুধু জন্মগত নারীরাই নারী: ব্রিটিশ আদালতের রায় ওয়াকফ বিলের প্রতিবাদে উত্তাল কলকাতা দক্ষিণী নির্মাতার হাত ধরে খলনায়ক হয়ে ফিরছেন শাহরুখ ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ডোমিনিকায় নাইটক্লাবের ছাদ ধসে নিহত বেড়ে ৯৮ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 6 September, 2019 13:05

শূণ্য ঘরে আলোর প্রদীপ

শূণ্য ঘরে আলোর প্রদীপ
স্টাফ করেসপন্ডেন্ট, সিলেট :
শূণ্য ঘরে আলো ছড়াচ্ছে যে নক্ষত্র তিনি আর কেউ নয় । তিনি বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গণে নব্বই দশকে রুপালী পর্দা কাপাঁনো শীর্ষ জনপ্রিয় নায়ক সিলেটের কৃতি সন্তান সালমান শাহ।

এক সময় পার্শ্ববর্তী দেশ ভারতের বলিউড খ্যাতিমান নায়ক শাহরুখ খানসহ অসংখ্য তারকারা তাঁর সুদর্শন রূপ, বহুগুণের অভিনয় শৈলী ও ফ্যাশনে মুগ্ধ হয়েছিলেন। এখনও আধুঁনিক ও প্রযুক্তির যুগে প্রিয় নায়ককে অনুসরণ করে পর্দায় ফুটিয়ে তুলে নিজের অভিনয় ও সংলাপ দেশ বিদেশের তারকারা।

আজকের দিনে খ্যাতিমান এই সুপার স্টার অকালে মৃত্যুকে আলিঙ্গন করেছিলো । নায়ক সালমান শাহ কেন, কি কারণে, কিভাবে মৃত্যুকে বরণ করেছিলেন তার রহস্য দীর্ঘ ২৩বছরেও বেড়াজালে আটকে পড়ে আছে। ১৯৯৬ সালে ৬ সেপ্টেম্বর রাজধানী নিউ ইস্কাটন রোডের ইস্কাটন প্লাজার বাসভবনের নিজ বেড রুমের ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় নায়ক সালমান শাহকে।

সালমান শাহের অকাল মৃত্যু পুরো ঢাকাই চলচ্চিত্র অঙ্গনকে প্রাকৃতিক বজ্রপাতের মতো ঘায়েল করেছিলো । তখন দেশের অগণিত ভক্তরা আবেগে কেঁদে কেঁদে প্রিয় নায়ককে এক পলক দেখতে ছুটে গিয়েছিলো তাঁর বাস ভবনে। আবার অনেক ভক্তরা তাঁর এই অকালে চলে যাওয়াকে মেনে নিতে না পেরে আত্মহত্যাও করেছিলো । দীর্ঘ ২৩ বছর পার হয়ে গেলেও এখনো তাঁর মৃত্যুর জন্য ভক্ত অনুরাগীরা রাস্তায় রাস্তায় মানববন্ধন করে চলেছে । চলছে দফায় দফায় প্রতিবাদি আন্দোলন।

প্রিয় নায়কের মৃত্যু বার্ষিকীতে রাজধানী ঢাকা থেকে ছুটে চলে এসেছে ভক্ত অনুরাগীরা সালমান শাহের জন্মভূমি সিলেটে । ওরা এসে প্রয়াত নায়ক সালমান শাহের মাজার জিয়ারত করেন । পাশাপাশি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এক সাড়িতে দাড়িয়ে নায়ক সালমান শাহের হত্যার বিচার চেয়ে প্রতিবাদি মানববন্ধন কর্মসূচি পালন করেন ।

এদিকে প্রয়াত নায়কের মৃত্যুর পর থেকেই পরিবারের পক্ষ থেকে আইনী লড়াই করে যাচ্ছে একের পর এক আদালত পাড়ায়।

২০১৭ সালে রাবেয়া সুলতানা রুবি নামে এক নারী সামাজিক মাধ্যমে নায়ক সালমান শাহকে হত্যা করেছে তার স্ত্রী সামিরা বলে দাবি করেন একটি ভিডিও বার্তার মাধ্যমে । এর পর থেকেই সারা দেশে আবারও নায়ক সালমান শাহের হত্যার বিচার চেয়ে কোটি ভক্তরা ঝড় তুলে মাঠে- ময়দানে। কিন্তু এখনো ঝুলে আছে নায়ক সালমানের রহস্যজনক মৃত্যুর মামলা । ঢাকাই চলচ্চিত্রে খ্যাতিমান দিক বিজয়ী নায়ক শাহরিয়ান চৌধুরী ইমন ওরফে সালমান শাহ যদিও শরীরে শূণ্য প্রায় দুই দশক ধরে । কিন্তু তাঁর শূণ্যস্থান পূর্ণ করে রেখেছে তাঁর যাদু করি অভিনয় দিয়ে । প্রবীণ অভিনয় শিল্পী থেকে এ প্রজন্মের সাড়া জানানো নতুন নায়ক- নায়িকারা সর্বগুণে অধিকারী প্রয়াত নায়কের প্রতি অনুপ্রাণিত হয়ে রূপালী পর্দায় পা রেখে চলেছে । আর যারা এক সময় নায়ক সালমানের সাথে অভিনয় করেছিলো সিনে পর্দায় তারা তাদের হৃদয়ে গেঁথে রেখেছে প্রিয় নায়কে । ভূলতে পারেনি আজও তাঁর সুদর্শন রূপে যাদুকরী অভিনয় শৈলী ।

দেশের সিনেমা জগতের প্রসঙ্গ শুরু হলেই ঝড় উঠে কিংবদন্তি নায়ক সালমান শাহের নাম । তাই তো ঢাকাই চলচ্চিত্রে অভিনয় জগতের শিল্পী - মৌসুমী, শাবনুর, ববিতা, চম্পা, পূর্ণিমা, রিয়াজ, ফেরদৌস, সাকিব খান, আরেফিন শুভসহ প্রবীণ -নবীণদের মুখে মুখে বারংবার উচ্চারিত হয় নায়ক সালমান শাহের নাম । বাস্তবে যদিও তিনি স্ব-শরীরে শূণ্য, কিন্তু তাঁর যাদুকরী অভিনয় ও নিত্যনতুন ফ্যাশন নব্বই দশকের যেভাবে আলোড়ন সৃষ্টি করেছিলো, ঠিক একী ধারায় আলোর প্রদীপ ধরে রেখেছে বর্তমান সময়েও বাংলার সাড়া জাগানো কিংবন্তি নায়ক সালমান শাহ।

আলোড়ন সৃষ্টিকারী নায়ক সালমান শাহের জন্মগ্রহণ করেন ১৯৭১সালে ১৯ সেপ্টেম্বর সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় । মা নীলা চৌধুরী ও বাবা কমর উদ্দিন দম্পতির জেষ্ঠ্য পুত্র ছিলো নায়ক সালমান শাহ । ১৯৯২সালে ১২ আগস্ট বিয়ে করেন সামিরাকে । কেয়ামত থেকে কেয়ামত ছবি দিয়ে পা রেখেছিলেন সিনেমা জগতে নায়িকা মৌসুমীর সাথে । এর পর আর ফিরে তাকে হয়নি তাকে । মাত্র তিন বছরে ২৭টি ছবি দিয়ে ঢাকাই বাংলা চলচ্চিত্রকে নতুন আঙ্গিকে পরিচিত করে দিয়েছিলেন এই তরুণ নায়ক।

এর মধ্যে অন্যান্য নায়িকাদের তুলনায় নায়িকা শাবনুর সালমানের সাথে সবচেয়ে বেশি অভিনয় করেছিলো । ১৯৯৬সালে ৬ সেপ্টেম্বর মাত্র ২৫বছর বয়সে রহস্য জনক মৃত্যু দিয়ে পৃথিবী থেকে চিরবিদায় নেন কিংবন্তি নায়ক সালমান শাহ ।

আজ তাঁর মৃত্যু বার্ষিকীতে দেশের কোটি কোটি ভক্তবৃন্দরা বহু কর্মসূচি পালন করে যাচ্ছে । এ দিকে ঢাকাই চলচ্চিত্রে অভিনয় শিল্পীরা খ্যাতিমান চিত্র নায়ক প্রয়াত সালমান শাহকে অনুসরণ করে নানা আয়োজন করে যাচ্ছে বিভিন্ন চ্যানেলে । কেউ স্মৃতিচারণ করতে গিয়ে আবেগে অশ্রু সিক্ত হয়ে পড়েছে । আর কেউ তাঁর চিত্র কর্মকে তুলে ধরেছে বহু মাত্রায় । সালমান শাহের নানার বাড়ি সিলেট শহরের দাড়িয়া পাড়ায় । সেখানে রয়েছে প্রয়াত নায়কের বহু স্মৃতি ।

আজ সিলেটের শাহজালাল(রহ.) মাজারে প্রয়াত নায়ক সালমান শাহ’র কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিল এবং পবিত্র কোরআন খতম সহ অন্যান্য কর্মসূচি পালন করা হয় পরিবারের পক্ষ থেকে । গুণী এই নায়কের ভক্তদের মনে গেঁথে যাওয়া অভিনীত ছবিগুলো হল - কেয়ামত থেকে কেয়ামত, তুমি আমার, অন্তরে অন্তরে, সুজন সখী, বিক্ষোভ, স্নেহ, প্রেমযুদ্ধ, কন্যা দান, দেন মোহন, স্বপ্নের ঠিকানা, আঞ্জুমান, মহা মিলন, আশা ভালোবাসা, বিচার হবে, এই ঘর এই সংসার, প্রিয়জন, তোমাকে চাই, স্বপ্নের পৃথিবী, সত্যের মৃত্যু নেই, জীবন সংসার, মায়ের অধিকার, চাওয়া থেকে পাওয়া, প্রেম পিয়সী, স্বপ্নের নায়ক, শুধু তুমি ও আনন্দ অশ্রু।

উপরে