কাঁকড়ার ট্রাক থামিয়ে ছিনতাই, ছিনতাইকারী আটক

শুক্রবার রাত ১০ টায় খুলনা মংলা মহাসড়কের বাবুরবাড়ী এবং তেতুলিয়া ব্রীজের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে ৷
গাড়ীর চালক মোঃ রবিউল ইসলাম জানান, মংলা থেকে কাঁকড়া বোঝাই করে ঢাকা যাবার পথে বাবুরবাড়ী এবং তেতুলিয়া ব্রীজের মাঝামাঝি স্থানে দুইটি মটরসাইকেলে ৪ জন ছিনতাইকারী তার গাড়ীর (ঢাকা মেট্রো ট- ১১-৭০৩০) গতিরোধ করে ৷ কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকরীরা তার ও হেল্পারের উপর আক্রমন করে ৷ এ সময় তাদের বেদম মারধর করে নগদ ২০ হাজার টাকা ছিনতাই করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
মোবাইলে খবর জানালে ভাগা মোড়ে স্থানীয় লোকজন তাদের প্রতিহত করতে গেলে তারা কাদিরখোলার রাস্তায় চলে যায় ৷ পরে গৌরম্ভা এলাকায় স্থানীয়রা একটি এফজেড মডেলের মোটরসাইকেল সহ ২ ব্যাক্তিকে আটক করে।
রামপাল থানার ওসি তুহিন হাওলাদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গৌরম্ভা পুলিশ ফাঁড়িতে একটি মটরসাইকেলসহ ২ ছিনতাইকারীদের আটক করা হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের নাম ঠিকানা জানার চেষ্টা করছে পুলিশ।
নিউইয়র্ক মেইল/বাগেরহাট/২১ সেপ্টেম্বর ২০১৯/অমিত পাল/এইচএম