শিরোনাম
পাকিস্তানের কাছে ৪.৩২ বিলিয়ন ডলার ন্যায্য হিস্যা চাইলো বাংলাদেশ গ্রিনকার্ডধারীদের জন্য নতুন সতর্কতা যুক্তরাষ্ট্রের গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত ট্রান্সজেন্ডাররা নয়, শুধু জন্মগত নারীরাই নারী: ব্রিটিশ আদালতের রায় ওয়াকফ বিলের প্রতিবাদে উত্তাল কলকাতা দক্ষিণী নির্মাতার হাত ধরে খলনায়ক হয়ে ফিরছেন শাহরুখ ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ডোমিনিকায় নাইটক্লাবের ছাদ ধসে নিহত বেড়ে ৯৮ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 26 October, 2019 20:01

এপ্রিল থেকেই সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট

এপ্রিল থেকেই সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট
স্টাফ করেসপন্ডেন্ট, সিলেট :

সিলেট থেকেই আগামী এপ্রিলে সিলেট-লন্ডন রুটের রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং -৭৭৭ উড়োজাহাজের সরাসরি ফ্লাইট শুরু হবে।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য বিষয়টি নিশ্চিত করে জানান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী । 

তিনি বলেন, সিলেটের কোন যাত্রী যাতে হয়রানির শিকার না হন, সেজন্য আগামী বছরের এপ্রিল মাস থেকে সিলেট-লন্ডন রুটে বোয়িং-৭৭৭ উড়োজাহাজের সরাসরি ফ্লাইট শুরু হবে। এজন্য সিলেট বিমানবন্দরের রানওয়ে ক্যাপাসিটি বৃদ্ধির একটা প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। এর কাজও ইতোমধ্যে শুরু হয়েছে। আর শমশেরনগর বিমানবন্দরেও কাজ করা হবে। দেশে যত ভালো অফিসার রয়েছেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে সবার পোস্টিং হয়েছে। তাদের নিয়ে আমি কাজ করে যাচ্ছি। 

তিনি বলেন, পর্যটন কর্পোরেশনও  পর্যটকদের নিয়ে অনেক কিছু করেছে । তবে তাদের অনেক প্রজেক্টই মুখ থুবড়ে পড়েছে। কোনও কোনোটার দরজা খুলে নিয়ে গেছে, আবার কোনোটার বিভিন্ন সমস্যা রয়েছে। আমরা চাইছি, জনগণের পয়সা যাতে কোনোভাবেই অপচয় না হয় এবং টেকসই উন্নয়ন নিশ্চিত হয়। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় পৌঁছাতে হবে। এক্ষেত্রে পর্যটনেরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যেসব প্রজেক্ট নেওয়া হচ্ছে, তার কাজের মান ভালো হতে হবে। 

উন্নত দেশের সাথে তুলনা করে প্রতিমন্ত্রী বলেন, লন্ডনের রাস্তায় যেসব দৃষ্টিনন্দন সাইট-সিন কালারফুল বাস চলাচল করে, আমরা সিদ্ধান্ত নিয়েছি অত্যন্ত  দুইটা বাস সিলেটে আনার। এরপর  আমরা ঢাকায়ও চালু করব ওই বাস। প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে কনসালটেন্ট নিয়োগের পথে। হয়তো এক সপ্তাহের মধ্যে নিয়োগ হয়ে যাবে। 

মতবিনিময় সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান রাম চন্দ্র দাস, সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মো. মোস্তাাফিজুর রহমান, মৌলভীবাজার জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, পুলিশ সুপার ফারুক আহমেদ প্রমুখ।

উপরে