শিরোনাম
পাকিস্তানের কাছে ৪.৩২ বিলিয়ন ডলার ন্যায্য হিস্যা চাইলো বাংলাদেশ গ্রিনকার্ডধারীদের জন্য নতুন সতর্কতা যুক্তরাষ্ট্রের গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত ট্রান্সজেন্ডাররা নয়, শুধু জন্মগত নারীরাই নারী: ব্রিটিশ আদালতের রায় ওয়াকফ বিলের প্রতিবাদে উত্তাল কলকাতা দক্ষিণী নির্মাতার হাত ধরে খলনায়ক হয়ে ফিরছেন শাহরুখ ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ডোমিনিকায় নাইটক্লাবের ছাদ ধসে নিহত বেড়ে ৯৮ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 15 March, 2020 02:04

৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশে অন-অ্যারাইভাল ভিসা বন্ধ

৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশে অন-অ্যারাইভাল ভিসা বন্ধ
ঢাকা অফিস :

করোনাভাইরাসের প্রভাব ঠেকাতে আগামী ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশে সব ধরনের অন-অ্যারাইভাল ভিসা বন্ধ ঘোষণা করা হয়েছে। 

শনিবার (১৪ মার্চ) রাতে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন এসব ঘোষণা দেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসে আগে তিনজন আক্রান্ত হয়েছেন। তারা তিনজনই বর্তমানে সুস্থ। এর মধ্যে দুজন বাড়ি ফিরে গেছেন। তবে নতুন করে আরও দুইজন শনাক্ত হয়েছেন। দেখা গেছে যারা করোনায় শনাক্ত হয়েছেন তারা সাবাই বিদেশ থেকেই আক্রান্ত হয়ে এসেছেন। বিদেশ থেকে ভাইরাসটি আমাদের দেশে এসে যাতে কোনো সমস্যা সৃষ্টি করতে না পারে, সেজন্য আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্ত অন্যান্য দেশও নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত বা সৌদি আরবসহ অন্য দেশ বিদেশি যাত্রীদের আসা নিষিদ্ধ করে দিয়েছে। তাই আমরা নিজেদের তাগিদে আগামী ৩১ মার্চ পর্যন্ত ইউরোপ এবং যে সমস্ত এলাকায় করোনা ভাইরাস বেশি সে সমস্ত দেশের প্যাসেঞ্জারদের আমাদের দেশে আসা বন্ধ করব। সেটি আগামী রোববার (১৫ মার্চ) মধ্যরাত ১২টা ১মিনিটে কার্যকর হবে।’

বিশ্বের শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া ভাইরাসটির সংক্রমণে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা এখন পর্যন্ত ৫ হাজার ৬১৮। আক্রান্তের ঘটনা ১ লাখ ৫০ হাজার ৫৮৫। তবে আক্রান্তদের মধ্যে ৭৩ হাজার ৭৩১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়েছে মোট ১৪৯টি দেশে। 

উপরে