শিরোনাম
পাকিস্তানের কাছে ৪.৩২ বিলিয়ন ডলার ন্যায্য হিস্যা চাইলো বাংলাদেশ গ্রিনকার্ডধারীদের জন্য নতুন সতর্কতা যুক্তরাষ্ট্রের গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত ট্রান্সজেন্ডাররা নয়, শুধু জন্মগত নারীরাই নারী: ব্রিটিশ আদালতের রায় ওয়াকফ বিলের প্রতিবাদে উত্তাল কলকাতা দক্ষিণী নির্মাতার হাত ধরে খলনায়ক হয়ে ফিরছেন শাহরুখ ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ডোমিনিকায় নাইটক্লাবের ছাদ ধসে নিহত বেড়ে ৯৮ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 21 July, 2020 22:26

বৃষ্টির চাপে যাত্রীবাহী বাস খাদে

বৃষ্টির চাপে যাত্রীবাহী বাস খাদে
স্টাফ করেসপন্ডেন্ট, সিলেট :

সিলেটে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২০ জন নিখোঁজ হয়েছে। এসময় ৬ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।  

সুনামগঞ্জ জেলা সদরের লক্ষণশ্রী ইউনিয়নের জানিগাঁও এলাকায়  মুঘল ধারে বৃষ্টি পড়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে জানান সুনামগঞ্জ জেলার এসপি। 

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টার দিকে সিলেট থেকে একটি যাত্রীবাহী সুনামগঞ্জ সদরের দিকে যাত্রা শুরু করেন। এই সময় লক্ষণশ্রী ইউনিয়নের জানিগাঁও এলাকায় যাত্রীবাহী বাসটি পৌছলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী স্থানের একটি খাদে পড়ে যায়। মুঘলধারে বৃষ্টি পড়ার কারণে বাসটির দরজা লক ছিল। যার ফলে দুর্ঘটনার সময় ওই বাসের কোন যাত্রী তাৎক্ষণিক বের হতে পারেনি। এতে যাত্রীরা বাসের মধ্যে আটকে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে আসে। প্রায় দুই আড়াই ঘন্টার মতো উদ্ধার কাজে তৎপর হন। এ সময় খাদ থেকে ছয় জনকে জীবিত উদ্ধার করে তাৎক্ষণিক স্থানীয় সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে  আহত তিনজন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে  আর  তিন জন এখনো স্থানীয় হাসপাতালে চিকিৎকসাধীনে রয়েছে। 

আরও জানা যায়, যাত্রীবাহী বাসে ছিল ২৬ জনের মতো যাত্রী। কিন্তু ছয় জনকে ঘটনাস্থল থেকে জীবিত উদ্ধার করলেও আর কোন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি। কেননা ওই দুর্ঘটনায় কবলিত বাসে মধ্যে ডুবুরিরা কয়েক দফায় তল্লাশি করেও আর কোন যাত্রী পাওয়া যায়নি। পরে দুই আড়াই ঘণ্টার পর উদ্ধার কাজ বন্ধ করা হয়। এখনো ২১জন যাত্রী নিখোঁজ রয়েছে। 

ধারণা করা হচ্ছে, নিখোঁজরা আর জীবিত নেই।

উপরে