শিরোনাম
বাংলাদেশের স্বাস্থ্য খাতে সরকারি ব্যয় হাইতির চেয়ে কম ইসরায়েলে অস্ত্রের চালান স্থগিত করল যুক্তরাষ্ট্র জয় দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু বাংলাদেশের হাঙ্গেরিকে ইউরোপীয় আদালতের ২০০ মিলিয়ন ইউরো জরিমানা পদত্যাগ করলেন মোদী, শপথ নিতে পারেন শনিবার সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড যে গ্রামের বাসিন্দারা প্লেনে চড়েই অফিস-বাজারে যান! টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার পেলেন ইমদাদুল হক মিলন ও মাহবুব ময়ূখ রিশাদ বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর মিয়ানমারের সিত্তে শহরের আশপাশের গ্রাম খালি করার নির্দেশ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 12 November, 2022 01:00

শাকিব খানের বাড়িতে চুরি!

শাকিব খানের বাড়িতে চুরি!
ঢাকা অফিস :

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে অভিযোগ উঠলেও পরে জানা যায় এটি ছিল চুরির চেষ্টা। বৃহস্পতিবার মধ্যরাতে গাজীপুরের পূবাইলে তার বাড়ি ‘জান্নাত’-এ এই অপচেষ্টা হয়। 

শাকিব খানের ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, মধ্যরাত দেড়টার দিকে সেখানে হামলা চালায় একদল দুর্বৃত্ত। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।

জানা গেছে, রিসোর্টে পরিত্যক্ত টিনের ছাপড়াঘরে থাকা নষ্ট বৈদ্যুতিক জেনারেটরটি খুলে আমগাছে রশি বেঁধে সীমানাপ্রাচীরের বাইরে নিতে চেষ্টা করে চোরেরা। গভীর ঘুমের ঘোরে মগ্ন থাকায় শাকিবের রিসোর্টের দুই কেয়ারটেকার সম্রাট ও ফিরোজ বিষয়টি টের পাননি। 

ঘটনার সময় রিসোর্টের পেছনের বাড়ির ঠিকাদার আজিম কাজ শেষে বাড়ি ফিরছিলেন। প্রাচীরঘেঁষা আমগাছে রশি বাঁধা ঝুলন্ত জেনারেটর দেখতে পান তিনি। গাছে ৩-৪ জন চোরও দেখতে পান।  তিনি চিৎকার করলে প্রতিবেশী সোহেলসহ অনেকে ঘটনাস্থলে চলে আসেন। অবস্থা বেগতিক দেখে চোরেরা শাকিবের রিসোর্টের ভেতরের দিকের ছোট্ট টিনের গেট দিয়ে পালিয়ে যায়। চোরেরা চুরির কাজে ব্যবহৃত কিছু মালামাল রেখে গেছে।  

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রিসোর্টের ভেতরে-বাইরে নিরাপত্তার জন্য কোনো নিরাপত্তা লাইট, সিসি ক্যামেরা নেই।  নিরাপত্তাকর্মীদেরও দেখা মেলেনি। শুধু গেটের বাইরে অনুমতি নিয়ে ভেতরে প্রবেশের কথা ও কেয়ারটেকার সম্রাটের মোবাইল নাম্বারটি লেখা রয়েছে। কিন্ত অনুমতি নেওয়ার কোনো লোকই খুঁজে পাওয়া যায়নি।

পরে ঘটনার বিষয়ে রিসোর্টের কেয়ারটেকার সম্রাট বলেছেন, ঘটনার রাতে শাকিব খান রিসোর্টে ছিলেন না। তিনি এখন আমেরিকায়। দেড় মাস আগে এসেছিলেন এখানে।

পূবাইল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, নায়ক শাকিব খানের শুটিং রিসোর্টে চুরির চেষ্টার কিছু আলামত জব্দ করেছি। তদন্ত চলছে।

‘জান্নাত’ নামের ওই বিলাসবহুল বাড়িটি শুটিংয়ের জন্য ভাড়া দেওয়া হয় বলে জানা গেছে। সেখানে গত কয়েক বছর ধরে সিনেমা, নাটক ও মিউজিক ভিডিওয়ের শুটিং হচ্ছে। সেখানে শুটিং সংশ্লিষ্ট বিভিন্ন মূল্যবান আসবাবপত্র রয়েছে।

উপরে