শিরোনাম
পাকিস্তানের কাছে ৪.৩২ বিলিয়ন ডলার ন্যায্য হিস্যা চাইলো বাংলাদেশ গ্রিনকার্ডধারীদের জন্য নতুন সতর্কতা যুক্তরাষ্ট্রের গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত ট্রান্সজেন্ডাররা নয়, শুধু জন্মগত নারীরাই নারী: ব্রিটিশ আদালতের রায় ওয়াকফ বিলের প্রতিবাদে উত্তাল কলকাতা দক্ষিণী নির্মাতার হাত ধরে খলনায়ক হয়ে ফিরছেন শাহরুখ ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ডোমিনিকায় নাইটক্লাবের ছাদ ধসে নিহত বেড়ে ৯৮ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 19 December, 2019 19:06

ইতালিতে বিজয় দিবসের আলোচনায় খালেদা জিয়ার মুক্তির দাবি

ইতালিতে বিজয় দিবসের আলোচনায় খালেদা জিয়ার মুক্তির দাবি
সাইফুল ইসলাম মুন্সী, ইতালি প্রতিনিধি :

ইতালিতে নানা আয়োজনের মধ্যদিয়ে ৪৯তম মহান বিজয় দিবস উদযাপন করেছে রোম মহানগর বিএনপি। 

আলোচনা সভায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে পাঠানোর তীব্র প্রতিবাদ করে দ্রুত মুক্তির দাবি জানান সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার সন্ধ্যায় দেশটির রাজধানী রোমের একটি হলরুমে সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সরকার ও যুগ্ম-সাধারন সম্পাদক শাহিন কবিরের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হুমায়ূন কবির। এতে প্রধান অতিথি ছিলেন ইতালি বিএনপির সভাপতি হাজি আব্দুর রাজ্জাক।

এসময় প্রধান অতিথি বলেন, ‘আজ আমাদের মহান বিজয় দিবস। এইদিনে আমাদের খুশি থাকার কথা থাকলেও দুর্ভাগ্যবশত আমাদের কারো মনেই সুখ নেই। বর্তমান সরকার ষড়যন্ত্র করে আমাদের মা সমতুল্য জননেত্রী খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়েছে। আমরা এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি’।

এছাড়াও ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন বলেন, ‘আমাদের মা সমতুল্য নেত্রীকে কারাগারে রেখে কিভাবে আমরা বিজয়ের আনন্দ উদযাপন করি। নেত্রীকে মুক্ত না করা পর্যন্ত আমাদের মুখে বিজয়ের হাসি ফুটবেনা’।

এসময় আরও উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান সালাম, সংগঠনের সাবেক সভাপতি শাহ তাইফুর রহমান ছোটন, সহ-সভাপতি মাসুম বিল্লাহ, ফিরোজ খান,আব্দুল কাদের বেপারী, শাহ মো. তৌহিদ কাদের, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান হীরাসহ আরও অনেকে।

শেষে দেশের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

উপরে