শিরোনাম
কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা, তীব্র নিন্দা জানাল ঢাকা ডলার নিয়ে ভারত-চীন-রাশিয়াকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত ইউক্রেনকে জার্মানির ৬৮৫ মিলিয়ন ডলার সামরিক সহায়তা ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর যুক্তরাষ্ট্র সীমান্তে এক বছরে ৪৩ হাজারের বেশি ভারতীয় আটক নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 12 October, 2018 02:29

চালু হলো বিশ্বের দীর্ঘতম বিরতিহীন ফ্লাইট

চালু হলো বিশ্বের দীর্ঘতম বিরতিহীন ফ্লাইট
মেইল ডেস্ক :

বিশ্বের দীর্ঘতম বিরতিহীন ফ্লাইট চালু করেছে সিঙ্গাপুর। বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার কিছু পর ফ্লাইটটি চালু হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইভিনিং স্ট্যান্ডার্ড। 

এ ফ্লাইট সিঙ্গাপুর থেকে নিউইয়র্কে নিয়মিত যাত্রী পরিবহন করবে।

সিঙ্গাপুর এয়ারলাইন্স এর আগেও এই রুটে ফ্লাইট পরিচালনা করেছে। কিন্তু অতিরিক্ত খরচের কারণে এক পর্যায়ে সেটা বন্ধ করে দেয়। পাঁচ বছর পর একই রুটে আবারও ফ্লাইট পরিচালনা শুরু করেছে তারা। 

সিঙ্গাপুর থেকে নিউইয়র্ক যেতে ১৫ হাজার কিলোমিটার পথ অতিক্রম করবে এই ফ্লাইট। এতে সময় লাগবে ১৯ ঘন্টা। এর আগে চলতি বছরের শুরুতে ১৭ ঘন্টার ফ্লাইট চালু করে কোয়ানতাস এয়ারওয়েজ। এটি অস্ট্রেলিয়ার পার্থ থেকে লন্ডনে যাত্রী পরিবহন করে। অন্যদিকে অকল্যান্ড থেকে দোহায় সাড়ে ১৭ ঘন্টার ফ্লাইট চালু করে কাতার এয়ারওয়েজ।

সিঙ্গাপুর এয়ারলাইন্সের বরাত দিয়ে বিবিসি জানায়, সিঙ্গাপুর থেকে নিউইয়র্কে যাত্রা শুরু করা বিলাসবহুল বিমানে ৬৭টি বিজনেস ক্লাস আসন এবং ৯৪টি প্রিমিয়াম ইকোনমি আসন রয়েছে। এই রুটে কোনও ইকোনোমি আসন চালু করা হবে না।

বিশ্বের দীর্ঘতম বিরতিহীন ফ্লাইটটি পরিচালিত হচ্ছে এয়ারবাস এ-৩৫০-৭০০ ইউএলআর (আল্ট্রা লং রেঞ্জ) দিয়ে। আধুনিক প্রযুক্তিসম্পন্ন এই বিমানটি একটানা ২০ ঘন্টা উড়তে পারে।

উপরে