logo
আপডেট : 14 November, 2018 02:23
তরুণদের সঙ্গে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান স্থগিত
ঢাকা অফিস

তরুণদের সঙ্গে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান স্থগিত

তরুণদের সঙ্গে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘লেটস টক’ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) উদ্যোগে আগামী শুক্রবার এ অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল।

মঙ্গলবার ফেসবুকে সিআরআই এর পেজে এ তথ্য জানানো হয়েছে। পরবর্তীতে নতুন তারিখ নির্ধারণ করে এ অনুষ্ঠান করা হবে বলে জানানো হয়েছে।

দেশের নতুন প্রজন্মের সঙ্গে বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রীর চিন্তাভাবনা ইত্যাদি বিষয়ে সরাসরি কথা বলা এবং তরুণদের কথা শোনার জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তবে কী কারণে এটি স্থগিত করা হয়েছে তা উল্লেখ করা হয়নি।

দেশের বিভিন্ন এলাকা থেকে বাছাই করা ১৫০ জন তরুণের সঙ্গে দেশের বিভিন্ন নীতি নির্ধারণী বিষয়ে আলোচনা করার কথা ছিল প্রধানমন্ত্রীর।