logo
আপডেট : 18 December, 2018 02:06
যুক্তরাষ্ট্র থেকে আসবে ৩২ পর্যবেক্ষক
ঢাকা অফিস

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৩২ পর্যবেক্ষক

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ৩২ জন পর্যবেক্ষক পাঠাবে যুক্তরাষ্ট্র। 

সোমবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার এই তথ্য জানান। মার্কিন দূতাবাসের পর্যবেক্ষকরা ১১টি দলে বিভক্ত হয়ে নির্বাচন পর্যবেক্ষণ করবে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম মার্কিন রাষ্টদূতের উদ্ধৃতি দিয়ে সাংবাদিকদের জানান, আমরা আশা করছি, আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশের জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূণভাবে অনুষ্ঠিত হবে।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে অবহিত করেন, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনের পর্যবেক্ষণের জন্য তার দেশ ৩২ জন পর্যবেক্ষক পাঠাবে। যারা ১১টা দলে নির্বাচন পর্যবেক্ষণ করবে।