logo
আপডেট : 13 February, 2019 19:53
এখন থেকে বাংলাদেশিদের দ. আফ্রিকার ভিসা দিল্লি থেকে
ঢাকা অফিস

এখন থেকে বাংলাদেশিদের দ. আফ্রিকার ভিসা দিল্লি থেকে

এতোদিন বাংলাদেশি নাগরিকদের দক্ষিণ আফ্রিকার ভিসা দেওয়া হতো কলম্বো থেকে।  আগামী ১ এপ্রিল থেকে দিল্লি থেকে বাংলাদেশীদের ভিসা দেওয়া হবে। 

বুধবার দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ মিশন এ তথ্য নিশ্চিত করেছে।

দক্ষিণ আফ্রিকায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, বাংলাদেশিদের দক্ষিণ আফ্রিকার ভিসা দিতো কলম্বোয় অবস্থিত দেশটির হাইকমিশন। তবে আগামী পহেলা এপ্রিল থেকে বাংলাদেশি নাগরিকদের দক্ষিণ আফ্রিকার ভিসা দেবে দেশটির দিল্লি হাইকমিশন। এ কারণে বাংলাদেশিদের জন্য দক্ষিণ আফ্রিকার ভিসা আরো সহজ হলো। 

বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার কোনো মিশন নেই। সে কারণে দীর্ঘদিন ধরেই শ্রীলঙ্কার কলম্বোয় দেশটির মিশন থেকে বাংলাদেশিদের ভিসা নিতে হতো।