logo
আপডেট : 31 July, 2019 10:37
সিলেটেও ডেঙ্গুর প্রকোপ
স্টাফ করেসপন্ডেন্ট, সিলেট

সিলেটেও ডেঙ্গুর প্রকোপ

সারাদেশে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। বাদ যায়নি সিলেটও। এরই মধ্যে নগরীর ২৭জন চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন হাসপাতালে। 

সাম্প্রতিক বাংলাদেশের ঢাকাতে ডেঙ্গু রোগে কবলে  পড়ে চিকিৎসকসহ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছিলো। এমন খবর পাওয়ার সাথে সাথে সিলেট সিটি কর্পোরেশন উদ্যোগে মেয়র আরিফুল হক চৌধুরী মশা নিধন অভিযান পরিচালনা করেন সিলেট শহরের মধ্যে। 

জানা গেছে, ২৪জন ডেঙ্গু রোগী সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মশারি টানিয়ে চিকিৎসা নিচ্ছেন। আর বাকি তিন জন ডেঙ্গু রোগীকে শনাক্ত করেছে হবিগঞ্জের চিকিৎসকেরা । 

আজ বুধবার (৩১ জুলাই) থেকে সিভিল সার্জন ও সিটি কর্পোরেশন এর  উদ্যোগে সিলেট শহরের আনাচে কানাচে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক মাইকিং, ডেঙ্গু বিষয়ক ডিজিটাল ব্যানার ও বিলবোর্ড প্রচারণা শুরু হয়েছে। 

বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের মাধ্যমে চলছে ডেঙ্গু  প্রতিরোধের বিশেষ ঘোষণা ও লিফলেট বিতরণ । 

এদিকে একই দিন সিলেট ও  হবিগঞ্জ জেলায় স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে মশা নিধন কর্ম সপ্তাহ উদ্বোধন করা হয়েছে । সাম্প্রতিক মহামারি ডেঙ্গু জ্বরের ভয়ে-আতঙ্গে সাধারণ জ্বরকে অবহেলা করছে না  সিলেটের সচেতনময়ী বাসিন্দারা । সামান্য একটু জ্বর হলেই ছুটে যাচ্ছে ডাক্তারের কাছে রক্ত পরীক্ষার জন্য । 

এ ব্যাপারে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ড. আবু কামরান রাহুল বলেন, এই কয়েক দিনের মধ্যে সিলেটের সরকারি  হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ডেঙ্গু জ্বরে ২৪জন। ভর্তি হওয়া ডেঙ্গুরোগে আক্তান্তরা  সবাই ঢাকা থেকে অসুস্থ হয়ে আসা রোগী । এখনও সিলেটের কোন ব্যক্তি মহামারি ডেঙ্গু রোগে আক্তান্ত হয়নি । 

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এএইচএম ইশতিয়াক আল মামুন বলেন, হবিগঞ্জ জেলার মাধবপুরের ২৫জনকে ডেঙ্গু রোগে আক্তান্ত কিনা পরীক্ষা করা হলে তিন জনের ডেঙ্গু ধরা পরে । ওদের ডেঙ্গু হওয়ার কারণ ঢাকায় ভ্রমণজনিত কারনে । তবে সব স্থানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক একের পর এক কর্মসূচি করা হচ্ছে । 

এ প্রসঙ্গে সিলেটের ডেপুটি সিভিল সার্জন ড. মোহাম্মদ নুরে আলম শামীম জানান, এখন ডেঙ্গু শুধু ঢাকাতে নেই, সিলেটেও বিরাজ করেছে এই বিষাক্ত ডেঙ্গু জ্বর। আর এই ডেঙ্গু রোগ ঢাকা থেকে আগত। এখন বর্ষা মৌসুম। তাই ঘন বসতি নগরকে কিভাবে ডেঙ্গু থেকে দূরে রাখা যায় সেই পরিকল্পনা করে সর্বমহলের উদ্যোগে প্রতিরোধ মূলক কর্মসূচি করে যাচ্ছি পুরো সিলেটে। 

এছাড়া সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ ও চিকিৎসা প্রদান করা হচ্ছে । আর সব হাসপাতালে ডেঙ্গু শনাক্তকরণ ও চিকিৎসার জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করার জন্য নির্দেশ দিয়েছি সিভি সার্জনের পক্ষ থেকে।