logo
আপডেট : 23 October, 2019 23:49
রামপালকে সন্ত্রাস ও মাদকমুক্ত করার ঘোষণা নবনিযুক্ত ওসি দেলোয়ারের
বাগেরহাট প্রতিনিধি

রামপালকে সন্ত্রাস ও মাদকমুক্ত করার ঘোষণা নবনিযুক্ত ওসি দেলোয়ারের

রামপাল থানার (ওসি) অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেছেন মোঃ দেলোয়ার হোসেন খান। গত ১০ অক্টোবর ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) মোঃ তুহিন হাওলাদারের কাছ থেকে তিনি গুরুত্বপূর্ন রামপাল থানার দায়িত্বভার গ্রহন করেন। 

এর আগে তিনি যশোর জেলা সার্কেল পুলিশ সুপারের কার্যালয় এবং গোয়েন্দা পুলিশে সুনামের সাথে দায়িত্বপালন করেছেন। যোগদানের পরপরই তিনি এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এবং জুয়া ও মাদকমুক্ত রামপাল উপজেলা গড়ার লক্ষ্যে থানা সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন। 

ওসি দেলোয়ার হোসেন নিউইয়র্ক মেইলকে বলেন, রামপাল উপজেলায় কোনো ধরনের অবৈধ কার্যকলাপ চলতে দেয়া হবে না। সন্ত্রাসী,মাদক ব্যাবসায়ী এবং অবৈধ দখলদারদের সাথে কোন আপোষ করা হবে না। এদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সাধারন জনগন যাতে থানায় এসে আইনী সহায়তা পেতে পারে তার ব্যাবস্থা করা হবে। 

তিনি আরো বলেন, গরীব ও দুঃস্থ মানুষ যাতে সহজে থানায় এসে আইনী সহায়তা পেতে পারে তার ব্যবস্থা করা হবে।

 

নিউইয়র্ক মেইল/রামপাল, বাগেরহাট/২৩ অক্টোবর ২০১৯/অমিত পাল/এইচএম