logo
আপডেট : 23 November, 2019 19:46
সাতছড়ি জাতীয় উদ্যানে রকেট লঞ্চার ও বিস্ফোরক উদ্ধার
স্টাফ করেসপন্ডেন্ট, সিলেট

সাতছড়ি জাতীয় উদ্যানে রকেট লঞ্চার ও বিস্ফোরক উদ্ধার

সাতছড়ি জাতীয় উদ্যানে অভিযান চালিয়ে ১৩টি রকেট লঞ্চার ও বিস্ফোরক দ্রব্যাদি উদ্ধার করেছে র‌্যাব ও সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন। 

শুক্রবার (২২ নভেম্বর) থেকে এক দল র‌্যাব হবিগঞ্জ জেলার সাতছড়ি জাতীয় উদ্যানে গহীন বনের ভিতরে কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে মাঠে নামেন। অভিযান আজ শনিবার (২৩ নভেম্বর) দুপুরে শেষ হয়। 

অভিযানের সময় ওই উদ্যান থেকে ১৩টি রয়েক লঞ্চারসহ বিস্ফোরক উদ্ধার করে বলে জানান, র‌্যাব-৭ এর কমান্ডিং অফিসার লে. কর্ণেল মশিউর রহমান। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি । 

র‌্যাব, পুলিশ ও বন বিভাগের সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার ভোরে র‌্যাব-৭ ও বাংলাদেশ সেনাবাহিনীর -২৪পদাতিক ডিভিশন সাতছড়িতে অবস্থান করেন। এই সময় তারা গহীন বনের মধ্যে প্রবেশ করে অভিযান শুরু করে গোপনীয়তার মধ্য দিয়ে। 

শুক্রবার দিনব্যাপী অভিযান শেষে রাতে অভিযান বন্ধ করেন। তারপর আবার অভিযান শুরু করে পরের দিন শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত। এই সময় তারা সাতছড়ির বনের প্রায় ৫কিলোমিটার ভিতরে ৩০জন র‌্যাব সদস্য অভিযান চালিয়ে ১৩টি আরপিজি সেল  রকেট লঞ্চার ও বিস্ফোরক উদ্ধার করে। আর ওই উদ্ধারকৃত রকেট লঞ্চার ও বিস্কোরক দ্রব্যাদি ধ্বংসের জন্য আদালতে বরাবরে  আবেদন করেছেন র‌্যাব। 

কিন্তু বনের ভিতরে অভিযান চলার আগে কোন প্রকার জানান দেয়নি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার। এই জন্য র‌্যাবের বিরুদ্ধে স্থানীয় পুলিশের পক্ষ থেকে থানায় একটি জিডি করা হয়েছে বলে জানান চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাজমুল হক।

প্রসঙ্গত, হবিগঞ্জ সাতছড়িতে ২০১৪সনে পাঁচ দফা অভিযান চালিয়ে ছয় বার অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে র‌্যাব। পরে ২০১৮সনে একই বনে  অভিযান চালিয়ে ১০টি হাই এক্সক্লুসিভ ৪০ এমএম অ্যান্টি-ট্যাংক রকেট উদ্ধার করে র‌্যাব। এ সময় বেশ কয়েকটি বাংকারেরও সন্ধান পাওয়া যায়।