শিরোনাম
বাংলাদেশের স্বাস্থ্য খাতে সরকারি ব্যয় হাইতির চেয়ে কম ইসরায়েলে অস্ত্রের চালান স্থগিত করল যুক্তরাষ্ট্র জয় দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু বাংলাদেশের হাঙ্গেরিকে ইউরোপীয় আদালতের ২০০ মিলিয়ন ইউরো জরিমানা পদত্যাগ করলেন মোদী, শপথ নিতে পারেন শনিবার সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড যে গ্রামের বাসিন্দারা প্লেনে চড়েই অফিস-বাজারে যান! টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার পেলেন ইমদাদুল হক মিলন ও মাহবুব ময়ূখ রিশাদ বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর মিয়ানমারের সিত্তে শহরের আশপাশের গ্রাম খালি করার নির্দেশ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 22 February, 2018 01:44

‘ভারতে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে সমর্থন করে না কানাডা’

‘ভারতে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে সমর্থন করে না কানাডা’
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং-এর সাথে বৈঠকে ভারত সফররত কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
মেইল রিপোর্ট :

কানাডা ভারত কিংবা অন্য কোনও দেশের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন সমর্থন করেনি বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

ভারত সফররত কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে ৪০ মিনিটের বৈঠক করলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। বুধবার (২১ ফেব্রুয়ারি) অমৃতসরের একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। '‌‌‌‌‌খালিস্তান' আন্দোলনের ইস্যু উঠলে ওই বৈঠকে ট্রুডো এই মন্তব্য করেন।

একই দিনে জাস্টিন ট্রুডো ও তার পরিবার অমৃতসরে শিখদের পবিত্র তীর্থস্থান অমৃতসরও পরিদর্শন করেন।

উল্লেখ্য, জাস্টিন ট্রুডোর ক্যাবিনেটে চারজন শিখ মন্ত্রী আছেন। তাদের মধ্যে হরজিৎ সজ্জন ও অমরজিৎ সোধি প্রকাশ্যেই কানাডাতে খালিস্তান আন্দোলনকে সমর্থন করে নানা বিবৃতি দিয়েছিলেন। ওই সময় ভারতের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং ট্রুডো ক্ষমতায় আসার পরই এ ব্যাপারে তীব্র ক্ষোভ জানিয়ে তাকে একটি চিঠিও লিখেছিলেন। এবার সরাসরি বৈঠকে ট্রুডো বলেন, ভারতে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে সমর্থন করেনি কানাডা।

এদিকে ভারত সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে অনাদরের মেহমান হলেও কানাডার তরুণ প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ভালোবাসার লোকের কিন্তু কোনো কমতি হয়নি। সেই দলে আছেন বলিউড বাদশা শাহরুখ খানও। মঙ্গলবার সন্ধ্যায় মুম্বাইতে ট্রুডোর সঙ্গে দেখা করেছেন শাহরুখ। এসময় ট্রুডোর সঙ্গে ছিলেন তার স্ত্রী সোফি গ্রেগরি, তাদের কন্যা ইল্লা গ্রেইস, দুই পুত্র জ্যাভিয়ার জেমস ও হ্যাড্রিয়েন। এসময় ট্রুডো দম্পতি ও তাদের সন্তানদের গায়ে ছিল ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক।

এদিন শাহরুখ ছাড়াও বলিউডের অনেক সেলিব্রেটির সঙ্গে সাক্ষাৎ ও সৌজন্য বিনিময় করেন ট্রুডো। শাহরুখ খানের সঙ্গে ট্রুডো পরিবারে সাক্ষাতের আনন্দঘন মুহূর্তের ছবি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে এরই মধ্যে ভাইরাল। তবে ছবিতে ট্রুডোর ছোট ছেলে হ্যাড্রিয়েনকে দেখা যায়নি।

 

 

নিউইয়র্ক মেইল/ভারত/২২ ফেব্রুয়ারি ২০১৮/এইচএম

উপরে