শিরোনাম
বাংলাদেশের স্বাস্থ্য খাতে সরকারি ব্যয় হাইতির চেয়ে কম ইসরায়েলে অস্ত্রের চালান স্থগিত করল যুক্তরাষ্ট্র জয় দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু বাংলাদেশের হাঙ্গেরিকে ইউরোপীয় আদালতের ২০০ মিলিয়ন ইউরো জরিমানা পদত্যাগ করলেন মোদী, শপথ নিতে পারেন শনিবার সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড যে গ্রামের বাসিন্দারা প্লেনে চড়েই অফিস-বাজারে যান! টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার পেলেন ইমদাদুল হক মিলন ও মাহবুব ময়ূখ রিশাদ বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর মিয়ানমারের সিত্তে শহরের আশপাশের গ্রাম খালি করার নির্দেশ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 22 February, 2018 03:06

ভারতের প্রথম নারী যুদ্ধবিমান বৈমানিক অবনী

ভারতের প্রথম নারী যুদ্ধবিমান বৈমানিক অবনী
ভারতের প্রথম নারী যুদ্ধবিমান বৈমানিক অবনী চতুর্বেদী
মেইল রিপোর্ট :

ভারতীয় বিমান বাহিনীর ফ্লায়িং অফিসার অবনী চতুর্বেদী এবার যুদ্ধবিমানের বৈমানিক হলেন। দেশটির বিমান বাহিনীর তিনিই প্রথম কোনো নারী পাইলট, যে কিনা আকাশসীমা নিরাপদ রাখতে এবং শত্রুর মোকাবেলা করতে চালাবেন ফাইটার এয়ারক্রাফট।
ভারতের বিমান বাহিনীর (আইএএফ) এক মুখপাত্র জানিয়েছেন, অবনী প্রথম নারী বৈমানিক হিসেবে যুদ্ধবিমান একাই চালিয়েছেন। তিনি প্রথম একক উড্ডয়নে মিগ-২১ নিয়ে উড়েছেন। ভারতীয় বিমান বাহিনীর জামনগর ঘাঁটি থেকে সোমবার (১৯ ফেব্রুয়ারি) উড্ডয়ন করেন অবনী।
অবনী চতুর্বেদী, ভাবনা কান্ত এবং মোহনা সিং; এই তিন নারী বৈমানিককে এর আগে শ্রমসাধ্য উচ্চতর প্রশিক্ষণ দেওয়া হয় ফাইটার জেট চালনার ওপর। যার মধ্যে অবনী প্রথম কোনো নারী বৈমানিক হিসেবে এককভাবে মিগ-২১ নিয়ে সফলভাবে উড্ডয়ন করেন।

২০১৬ সালে ফ্লায়িং অফিসার হিসেবে কমিশন্ড পান তারা। যুদ্ধ বিমানের জন্য ভারত সরকার পরীক্ষামূলক ‘নারী বৈমানিক ধারা’ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়ার এক বছরেরও কম সময়ের মধ্যে তারা কমিশন্ড পান।
দেশটির বিমান বাহিনী এরইমধ্যে পরবর্তী ব্যাচের জন্য তিন নারী প্রশিক্ষণার্থী বৈমানিককে যুদ্ধবিমানের বৈমানিক তৈরিতে বাছাই করেছেন।

 

 

নিউইয়র্ক মেইল/ভারত/২২ ফেব্রুয়ারি ২০১৮/এইচএম

উপরে