শিরোনাম
বাংলাদেশের স্বাস্থ্য খাতে সরকারি ব্যয় হাইতির চেয়ে কম ইসরায়েলে অস্ত্রের চালান স্থগিত করল যুক্তরাষ্ট্র জয় দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু বাংলাদেশের হাঙ্গেরিকে ইউরোপীয় আদালতের ২০০ মিলিয়ন ইউরো জরিমানা পদত্যাগ করলেন মোদী, শপথ নিতে পারেন শনিবার সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড যে গ্রামের বাসিন্দারা প্লেনে চড়েই অফিস-বাজারে যান! টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার পেলেন ইমদাদুল হক মিলন ও মাহবুব ময়ূখ রিশাদ বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর মিয়ানমারের সিত্তে শহরের আশপাশের গ্রাম খালি করার নির্দেশ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 1 March, 2018 23:14

মুসলিম তরুণদের হাতে কোরআন ও কম্পিউটার রাখতে বললেন মোদি

মুসলিম তরুণদের হাতে কোরআন ও কম্পিউটার রাখতে বললেন মোদি
মেইল রিপোর্ট :

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি টুইটে লিখেছেন, ‘গোটা ভারত জুড়ে ইসলামী সংস্কৃতি ছড়িয়ে পড়েছে। সুফিবাদের প্রভাব প্রেম, শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিচ্ছে। মুসলিম যুবকদের ক্ষমতায়নে ভারত সরকার কোন বাধার সৃষ্টি করে না। আমরা চাই তাদের এক হাতে কোরআন এবং অন্য হাতে একটি কম্পিউটার থাকুক।’

বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের অফিশিয়াল একাউন্ট থেকে এই টুইটটি করেন নরেন্দ্র মোদি।

মোদির এই টুইটকে কেন্দ্র করে গোটা ভারত জুড়েই শুরু হয়েছে আলোচনা। ভারতের বর্তমান ডানপন্থী সরকারের প্রধান ব্যাক্তি এমন টুইট দেশটিতে হিন্দু-মুসলমান বিভেদের ক্ষত মুছতে সহায়তা করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

দেশটির বিরোধী রাজনৈতিক শক্তিও মোদির এই মন্তব্যকে স্বাগত জানিয়েছে।

বিকেল ৫টা ২১ মিনিটে ওই টুইটটি করার পর এতে পড়তে থাকে হাজার হাজার মন্তব্য ও লাইক।

এর আগে বৃহস্পতিবার দিল্লিতে ‘ইসলামিক হেরিটেজ, প্রোমোটিং, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড মডারেশন’ শীর্ষক সম্মেলনে যোগ দিয়ে মোদি বলেন, ‘সন্ত্রাসের কোনও ধর্ম নেই। সন্ত্রাসবিরোধী লড়াই কোনও ধর্মের বিরুদ্ধে নয়। এ লড়াই হচ্ছে যুবকদের বিপথে পরিচালিত করে এমন মানসিকতার বিরুদ্ধে।’

এসময় ভারত সফররত জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ উপস্থিত ছিলেন।

 


নিউইয়র্ক মেইল/ভারত/১ মার্চ ২০১৮/এইচএম

উপরে