শিরোনাম
বাংলাদেশের স্বাস্থ্য খাতে সরকারি ব্যয় হাইতির চেয়ে কম ইসরায়েলে অস্ত্রের চালান স্থগিত করল যুক্তরাষ্ট্র জয় দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু বাংলাদেশের হাঙ্গেরিকে ইউরোপীয় আদালতের ২০০ মিলিয়ন ইউরো জরিমানা পদত্যাগ করলেন মোদী, শপথ নিতে পারেন শনিবার সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড যে গ্রামের বাসিন্দারা প্লেনে চড়েই অফিস-বাজারে যান! টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার পেলেন ইমদাদুল হক মিলন ও মাহবুব ময়ূখ রিশাদ বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর মিয়ানমারের সিত্তে শহরের আশপাশের গ্রাম খালি করার নির্দেশ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 12 March, 2018 00:07

বিধানসভা ঘেরাও করতে মুম্বাইয়ে ৩৫ হাজার কৃষক

বিধানসভা ঘেরাও করতে মুম্বাইয়ে ৩৫ হাজার কৃষক
মেইল রিপোর্ট :

ভারতে কৃষি ঋণ মওকুফ ও আদিবাসী কৃষকদের জমি ফেরত দেয়াসহ নানা দাবিতে ৬ মার্চ থেকে পথে নেমেছেন কৃষকরা। 

কাঁধে কাস্তে-হাতুড়ি আঁকা লাল পতাকা নিয়ে মহারাষ্ট্রের নাসিক জেলা থেকে গত পাঁচ দিনে ১৮০ কিলোমিটার পথ হেঁটে মুম্বাইয়ে পৌঁছেছেন ৩৫ হাজার কৃষক। সোমবার তারা ঘেরাও করবেন মহারাষ্ট্রের বিধানসভা ভবন। 

যানজট এড়াতে মুম্বাই ট্রাফিক পুলিশ এরইমধ্যে বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছেন। কে জে সোমাইয়া গ্রাউন্ড এলাকার নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

এনডিটিভি জানায়, ওই কৃষকরা থানে-মুম্বাই সীমান্তে অবস্থান নিয়েছেন। সোমবার কে জে সোমাইয়া গ্রাউন্ড অভিমুখে যাত্রা শুরু করবেন তারা। এছাড়াও মুম্বাইয়ের বিধানসভা ভবনের সামনে বিক্ষোভ করার কথা রয়েছে তাদের।

বাম ধারার অল ইন্ডিয়া কিষাণ সভা (এআইকেএস) এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে। বিক্ষোভে আদিবাসী কৃষক এবং নারীরাও অংশ নিচ্ছে।

বিক্ষোভে অংশ নেয়া আদিবাসী দলের পক্ষ থেকে বলা হয়, এটি এখন তাদের ‘জীবন-মরণ সমস্যা’।

এআইকেএস’র প্রেসিডেন্ট অশোক ধাওয়াল বলেন, তারা রোববার প্রাদেশিক মন্ত্রী গিরিশ মহাজনের সঙ্গে দেখা করেছেন। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনাভিসকে আমাদের দাবি-দাওয়ার বিষয়ে অবহিত করার আশ্বাস দিয়েছেন।

শান্তিপূর্ণ সমাবেশের প্রতিশ্রুতি দিয়ে অশোক আরও বলেন, আমরা ২৫ হাজার জনকে নিয়ে যাত্রা শুরু করেছিলাম। আমাদের শক্তি আজ ৫০ হাজারে পৌঁছেছে। আগামীকাল এ সংখ্যা আরও বাড়তে পারে, কিন্তু তাতে নগরীতে কোনো সমস্যা সৃষ্টি করবে না। আমরা বেলা ১১টার পর মিছিল শুরু করব। ততক্ষণে মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষার হলে পৌঁছে যাবে।

বিক্ষোভে অংশ নেয়া নারী জিদাবাই এনডিটিভিকে বলেন, আমি মুখ্যমন্ত্রীকে বলতে চাই, তার উচিত জমিগুলো আমাদের নামে করে দেয়া। যাতে আমরা কাজ করে নিজেদের খাবারের ব্যবস্থা করতে পারি।

সূত্র: এনডিটিভি।

 

 

নিউইয়র্ক মেইল/মুম্বাই/১১ মার্চ ২০১৮/এইচএম

উপরে