শিরোনাম
পাকিস্তানের কাছে ৪.৩২ বিলিয়ন ডলার ন্যায্য হিস্যা চাইলো বাংলাদেশ গ্রিনকার্ডধারীদের জন্য নতুন সতর্কতা যুক্তরাষ্ট্রের গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত ট্রান্সজেন্ডাররা নয়, শুধু জন্মগত নারীরাই নারী: ব্রিটিশ আদালতের রায় ওয়াকফ বিলের প্রতিবাদে উত্তাল কলকাতা দক্ষিণী নির্মাতার হাত ধরে খলনায়ক হয়ে ফিরছেন শাহরুখ ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ডোমিনিকায় নাইটক্লাবের ছাদ ধসে নিহত বেড়ে ৯৮ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 6 November, 2023 21:53

দিল্লিতে বায়ুদূষণ রোধে যানবাহনে রেশনিং, অনলাইনে ক্লাস

দিল্লিতে বায়ুদূষণ রোধে যানবাহনে রেশনিং, অনলাইনে ক্লাস
মেইল রিপোর্ট :

লাইসেন্স প্লেটের সংখ্যার উপর ভিত্তি করে রাস্তায় জোড় অথবা বিজোড়, দিনে যে কোনো এক প্রকার রেজিস্ট্রেশন নম্বরের গাড়ি রাস্তায় নামার অনুমতি দেবে দিল্লি। শহরটিতে ক্রমবর্ধমান বায়ুদূষণ মোকাবিলায় ১৩ নভেম্বর থেকে এক সপ্তাহের জন্য এই ব্যবস্থা চালু থাকবে।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সভাপতিত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। বৈঠকে গোপাল রাই, মন্ত্রী অতীশি এবং সৌরভ ভরদ্বাজ এবং সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই জানিয়েছেন, ১৩ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত এক সপ্তাহের জন্য জোড় অথবা বিজোড় যানবাহনের রেশনিং ব্যবস্থা পুনরায় চালু করা হবে।  

দিল্লিতে শহরের বায়ু দূষণ কমাতে এর আগেও এই ব্যবস্থা চালু ছিল। জোড়-বিজোড় ব্যবস্থায় জোড় সংখ্যায় শেষ হওয়া লাইসেন্স প্লেট নম্বরগুলোর (০, ২, ৪, ৬, ৮) গাড়িগুলোকে জোড় তারিখে চালানোর অনুমতি দেওয়া হবে, আর বিজোড় সংখ্যায় শেষ হয় (১, ৩, ৫, ৭, ৯) বিজোড় তারিখে চলতে পারবে।

দিল্লির রাজ্য সরকার ১০ নভেম্বর পর্যন্ত দশম এবং দ্বাদশ শ্রেণী ব্যতীত স্কুলগুলোতে সশরীরে ক্লাস স্থগিত করার নির্দেশ দিয়েছে।  

দিল্লিতে ক্রমবর্ধমান বায়ু দূষণের পরিপ্রেক্ষিতে রাস্তা, সেতু এবং বিদ্যুৎ লাইনের মতো পাবলিক প্রকল্পগুলোসহ সমস্ত নির্মাণ কাজ স্থগিত করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম বলছে, বিষাক্ত ধোঁয়ার মোড়কে দিল্লিতে সোমবারও শ্বাসরুদ্ধকর পরিবেশ বিরাজ করছে। শিশু এবং বয়স্কদের মধ্যে ক্রমবর্ধমান শ্বাসকষ্ট এবং চোখের রোগের বিষয়ে উদ্বেগ প্রকাশ করছেন চিকিৎসকরা।

দিল্লির বায়ুর গুণমান বিশ্বব্যাপী রাজধানী শহরগুলোর মধ্যে সবচেয়ে খারাপ। শিকাগো বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিবেদনে দেখা গেছে, বায়ুদূষণ প্রায় ১২ বছর আয়ু কমিয়ে দেয়। দিল্লির বাতাসে আণুবিক্ষণিক কণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিরাপদসীমা প্রতি ঘনমিটামে ৫ মাইক্রোগ্রামের চেয়ে ৮০ থেকে ১০০ গুণ বেশি।

উপরে