শিরোনাম
কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা, তীব্র নিন্দা জানাল ঢাকা ডলার নিয়ে ভারত-চীন-রাশিয়াকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত ইউক্রেনকে জার্মানির ৬৮৫ মিলিয়ন ডলার সামরিক সহায়তা ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর যুক্তরাষ্ট্র সীমান্তে এক বছরে ৪৩ হাজারের বেশি ভারতীয় আটক নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 8 October, 2024 23:56

কাশ্মীরে বিজেপির পরাজয়, এনসি-কংগ্রেস জোটের জয়

কাশ্মীরে বিজেপির পরাজয়, এনসি-কংগ্রেস জোটের জয়
মেইল রিপোর্ট :

জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ন্যাশনাল কনফারেন্স (এনসি) ও কংগ্রেস জোট। এ জোট জয় নিশ্চিত করেছে বলে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে জানানো হয়েছে।

মঙ্গলবার ভোট গণনা শেষে নির্বাচন কমিশন প্রতিটি দলের আসনসংখ্যা জানায়। জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স (জেকেএনসি) ৪২ আসন নিয়ে শীর্ষে রয়েছে। বিজেপি পেয়েছে ২৯টি সিট। আর কংগ্রেস পেয়েছে ছয়টি আসন।  

সাত স্বতন্ত্র প্রার্থী তাদের নিজ নিজ আসনে জয় পেয়েছেন। সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির দল পিডিএফ তিনটি আসন পেয়েছে। সাজাদ গনি লোনের জেকেপিসি একটি আসন জিতেছে। আম আদমি পার্টি ডোডায় একটি আসনে জয় পেয়েছেন। সিপিআই (এম) একটি আসন পেয়েছে।

মজার বিষয় হলো, ২৫ দশমিক ৬৪ শতাংশ ভোট পেয়েছে পেয়েছে বিজেপি, ২৩ দশমিক ৪৩ শতাংশ ভোট পেয়েছে ন্যাশনাল কনফারেন্স, কংগ্রেস পেয়েছে ১১ দশমিক ৯৭ শতাংশ।  

ভোটের এ ফলের মধ্য দিয়ে ন্যাশনাল কনফারেন্স-কংগ্রেস জোট জম্মু ও কাশ্মীরে পরবর্তী সরকার গঠন করতে যাচ্ছে। সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ নতুন করে একই দায়িত্ব নিচ্ছেন। এমনটি নিশ্চিত করেছেন জেকেএনসির প্রেসিডেন্ট ফারুক আব্দুল্লাহ।

জোটের জয় অর্ধেক আসন ছাড়িয়ে যাওয়ার পর ফারুক আবদুল্লাহ ঘোষণা দেন, ওমর আব্দুল্লাহ ইউনিয়ন টেরিটরির পরবর্তী মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন। তিনি সাংবাদিকদের বলেন, জনগণ তাদের ম্যান্ডেট দিয়েছে; তারা দেখিয়েছে, ২০১৯ সালের ৫ আগস্টের সিদ্ধান্ত তারা প্রত্যাখ্যান করেছে।

ফারুক আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, বেকারত্ব ও মুদ্রাস্ফীতির মতো সমস্যাগুলো মোকাবিলা করা আমাদের লক্ষ্য। যারা ভোট দিয়েছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। ওমর আবদুল্লাহ পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন।

জম্মু ও কাশ্মীরের ভোট অনুষ্ঠিত হয় ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর।  

উপরে