শিরোনাম
বাংলাদেশের স্বাস্থ্য খাতে সরকারি ব্যয় হাইতির চেয়ে কম ইসরায়েলে অস্ত্রের চালান স্থগিত করল যুক্তরাষ্ট্র জয় দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু বাংলাদেশের হাঙ্গেরিকে ইউরোপীয় আদালতের ২০০ মিলিয়ন ইউরো জরিমানা পদত্যাগ করলেন মোদী, শপথ নিতে পারেন শনিবার সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড যে গ্রামের বাসিন্দারা প্লেনে চড়েই অফিস-বাজারে যান! টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার পেলেন ইমদাদুল হক মিলন ও মাহবুব ময়ূখ রিশাদ বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর মিয়ানমারের সিত্তে শহরের আশপাশের গ্রাম খালি করার নির্দেশ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 22 February, 2018 03:10

কুর্দি-নিয়ন্ত্রিত ছিটমহলে আসাদ সমর্থক বাহিনী

কুর্দি-নিয়ন্ত্রিত ছিটমহলে আসাদ সমর্থক বাহিনী
আফরিনে কুর্দি-নিয়ন্ত্রিত ছিটমহল এখন আসাদ সমর্থক বাহিনীর দখলে। (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক ডেস্ক :

সিরিয়ার সরকার সমর্থক বাহিনী আফরিনে কুর্দি-নিয়ন্ত্রিত সীমান্ত ছিটমহলে ঢুকে পড়েছে। তুরস্ক এর আগে কুর্দিদের সমর্থনে হস্তক্ষেপ করা বিরত থাকতে সিরীয় বাহিনীকে সতর্ক করে দিয়েছিল। কিন্তু আসাদ সমর্থক বাহিনী সে হুমকিতে কান দেয়নি।
সংবাদ সংস্থাগুলো জানায়, তুরস্কপন্থি গেরিলাদের সব প্রতিরোধ গুড়িয়ে দিয়ে মঙ্গলবার আসাদ সমর্থক বাহিনী ছিটমহলটিতে ঢুকে পড়ে। এর ফলে তুরস্কের সঙ্গে সিরিয়ার সরকারি ও সরকার সমর্থক বাহিনীর সংঘর্ষের বড় ঝুঁকি তৈরি হয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় টিভিতে সরকার সমর্থক বাহিনী আফরিনে ঢুকে পড়া ব্যাপক প্রস্তুতি এমন ছবি ও ভিডিওচিত্র দেখানো হয়। আগের দিন সোমবার রাষ্ট্রীয় বার্তা সংস্থায় ঘোষণা করা হয়, তুর্কি বাহিনীর আক্রমণ প্রতিহত করতে সেখানে ‘সিরীয় গণবাহিনী পাঠানো হবে’।

এই ঘোষণার একদিনের মধ্যেই সেখানে ঢুকে পড়লো সিরিয়ার সরকার সমর্থক বাহিনী। তবে কতো সংখ্যক সেনা সেখানে প্রবেশ করেছে তা জানা যায়নি। এদেরকে কোথায় মোতায়েন করা হবে তাও অজ্ঞাতই রয়ে গেছে।  

 


নিউইয়র্ক মেইল/সিরিয়া/২২ ফেব্রুয়ারি ২০১৮/এইচএম

উপরে