শিরোনাম
পাকিস্তানের কাছে ৪.৩২ বিলিয়ন ডলার ন্যায্য হিস্যা চাইলো বাংলাদেশ গ্রিনকার্ডধারীদের জন্য নতুন সতর্কতা যুক্তরাষ্ট্রের গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত ট্রান্সজেন্ডাররা নয়, শুধু জন্মগত নারীরাই নারী: ব্রিটিশ আদালতের রায় ওয়াকফ বিলের প্রতিবাদে উত্তাল কলকাতা দক্ষিণী নির্মাতার হাত ধরে খলনায়ক হয়ে ফিরছেন শাহরুখ ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ডোমিনিকায় নাইটক্লাবের ছাদ ধসে নিহত বেড়ে ৯৮ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 15 April, 2019 00:32

নেপালে বিমান বিধ্বস্ত, নিহত ৩

নেপালে বিমান বিধ্বস্ত, নিহত ৩
মেইল রিপোর্ট :

নেপালের এভারেস্ট অঞ্চলের একমাত্র বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় পার্ক করে রাখা একটি হেলিকপ্টারের সঙ্গে ধাক্কা খেলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। 

এ ঘটনায় কমপক্ষে তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন।

বেসামরিক বিমান কর্তৃপক্ষের কর্মকর্তা রাজ কুমার ছেত্রি বলেছেন, বিমান সংস্থা সামিট এয়ারে ওই বিমানটি লুকলা থেকে কাঠমান্ডুর উদ্দেশে উড্ডয়নের সময় এই দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, ওই বিমানটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে মানাং এয়ারের ওই হেলিকপ্টারটিকে ধাক্কা দেয়।

উভয় বেসরকারি বিমান সংস্থাই দেশের দূরবর্তী এলাকায় পর্যটকদের এবং নেপালিদের বহন করে থাকে।

নেপাল পুলিশের মুখপাত্র উত্তম রাজ সুবেদি জানিয়েছেন, আহতদের হেলিকপ্টারে করে কাঠমান্ডু পাঠানো হয়েছে। তিনি বলেন, পুলিশের একটি টিম দুর্ঘটনাস্থলে পৌঁছেছে এবং এয়ারপোর্টে যাতে আগুন না লাগে সে চেষ্টা করে যাচ্ছে।

নিহতরা মধ্যে ওই বিমানের পাইলট এবং পার্ক করা হেলিকপ্টারের কাছে অপেক্ষমাণ দুজন পুলিশ কর্মকর্তা রয়েছেন।

একজন বেসামরিক প্রশাসক নরেন্দ্র কুমার লামা জানান, বিমানের চার যাত্রী ও একজন ক্রু নিরাপদে আছেন।

ওই দুর্ঘটনার পর লুকলার তেনজিং হিলারি বিমানবন্দরের সব কার্যক্রম স্থগিত করেছে সেখানকার কর্তৃপক্ষ।

উপরে