শিরোনাম
পাকিস্তানের কাছে ৪.৩২ বিলিয়ন ডলার ন্যায্য হিস্যা চাইলো বাংলাদেশ গ্রিনকার্ডধারীদের জন্য নতুন সতর্কতা যুক্তরাষ্ট্রের গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত ট্রান্সজেন্ডাররা নয়, শুধু জন্মগত নারীরাই নারী: ব্রিটিশ আদালতের রায় ওয়াকফ বিলের প্রতিবাদে উত্তাল কলকাতা দক্ষিণী নির্মাতার হাত ধরে খলনায়ক হয়ে ফিরছেন শাহরুখ ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ডোমিনিকায় নাইটক্লাবের ছাদ ধসে নিহত বেড়ে ৯৮ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 8 April, 2024 03:24

ইকুয়েডরের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল নিকারাগুয়া

ইকুয়েডরের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল নিকারাগুয়া
মেইল রিপোর্ট :

ইকুয়েডরে অবস্থিত মেক্সিকান দূতাবাসে জোরপূর্বক প্রবেশ করে রাজনৈতিক আশ্রয়ে থাকা ইকুয়েডরের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট জর্জ গ্লাসকে গ্রেপ্তারের জেরে ইকুয়েডরের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল নিকারাগুয়া।  

নিকারাগুয়ান সরকার প্রধান প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার এক বিবৃতিতে বলেছেন, এই অস্বাভাবিক এবং নিন্দনীয় পদক্ষেপের মুখে আমরা আমাদের সার্বভৌম সিদ্ধান্তের ভিত্তিতে ইকুয়েডরের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জোরদার এবং অপরিবর্তনীয় সিদ্ধান্ত নিয়েছি।

এ অবস্থায় উদ্ভূত যেকোনো আইনি পদক্ষেপের ক্ষেত্রে মেক্সিকোর রাষ্ট্রপতি ও সরকারের প্রতি আমাদের আমাদের সংহতি ও সমর্থন রইল।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ইকুয়েডর সরকার লন্ডনে ইকুয়েডর দূতাবাসে আশ্রয়ে থাকা উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করলে নিকারাগুয়া ২০২০ সালে কুইটো থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছিল।

এর আগে ইকুয়েডরের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে মেক্সিকো। ইকুয়েডরে অবস্থিত মেক্সিকোর দূতাবাসে পুলিশি অভিযানের জেরে এই সিদ্ধান্ত নেয় মেক্সিকো।

শুক্রবার ইকুয়েডরে মেক্সিকোর দূতাবাসে অভিযান চালিয়ে সেখানে রাজনৈতিক আশ্রয়ে থাকা ইকুয়েডরের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট হোর্হে গ্লাসকে ধরে নিয়ে যায় পুলিশ।  

গ্লাস ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত ইকুয়েডরের ভাইস-প্রেসিডেন্ট ছিলেন। পরে দুর্নীতির দায়ে তাকে পদচ্যুত করা হয় এবং ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়। গত বছর নভেম্বরে তিনি ছাড়া পান। কিন্তু এরপর আবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলে ডিসেম্বর মাসে তিনি মেক্সিকোর দূতাবাসে আশ্রয় নেন। সে সময় মেক্সিকোর এই সিদ্ধান্তে নিন্দা জানায় ইকুয়েডর। 

উপরে