শিরোনাম
কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা, তীব্র নিন্দা জানাল ঢাকা ডলার নিয়ে ভারত-চীন-রাশিয়াকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত ইউক্রেনকে জার্মানির ৬৮৫ মিলিয়ন ডলার সামরিক সহায়তা ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর যুক্তরাষ্ট্র সীমান্তে এক বছরে ৪৩ হাজারের বেশি ভারতীয় আটক নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 16 October, 2024 01:54

ইসরায়েলের নিন্দায় সমর্থন ১০৪ দেশের, বিরত ভারত

ইসরায়েলের নিন্দায় সমর্থন ১০৪ দেশের, বিরত ভারত
মেইল রিপোর্ট :

ইসরায়েলে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার নিন্দা জানিয়ে ইউরোপ ও আফ্রিকাসহ ১০৪ দেশ চিঠি দিয়েছে। তবে এ চিঠিতে সই করেনি ভারত।

ইসরায়েলের সমালোচনা করে, গ্লোবাল সাউথের এমন বেশ কয়েকটি প্রস্তাব থেকে ভারত সরে এসেছে এবং ফিলিস্তিনি ইস্যুতে অন্তত চারটি গুরুত্বপূর্ণ প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থেকেছে।

চিলির দেওয়া এবং ব্রাজিল, কলম্বিয়া, দক্ষিণ আফ্রিকা, উগান্ডা, ইন্দোনেশিয়া, স্পেন, গায়ানা ও মেক্সিকোর সমর্থনপুষ্ট একটি চিঠিতে ভারতের সই না করার সিদ্ধান্তটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, এটিকে কোনো পক্ষের সমর্থন নয় বরং জাতিসংঘের মহাসচিব ও জাতিসংঘের পক্ষের সমর্থন হিসেবে দেখা হয়।

দক্ষিণ এশিয়ার বেশিরভাগ প্রতিবেশী দেশ, পাশাপাশি পশ্চিম এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার দেশ— যারা উন্নয়নশীল বিশ্বের অংশ, তারা গত সপ্তাহে জাতিসংঘে দেওয়া ওই চিঠিতে সই করে।

চিঠিতে বলা হয়েছে, মহাসচিবকে অবাঞ্ছিত ঘোষণা করার ইসরায়েলের সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে ১০৪ সদস্য-রাষ্ট্র। ও আফ্রিকান ইউনিয়নসহ মোট সইকারী ১০৫। এ ধরনের কর্মকাণ্ড জাতিসংঘের ম্যান্ডেট বাস্তবায়নের ক্ষমতাকে ক্ষুণ্ণ করে, যার মধ্যে রয়েছে দ্বন্দ্বে মধ্যস্থতা ও মানবিক সহায়তা প্রদান।

চলতি মাসের শুরুতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এ হামলার নিন্দা না জানানোয় গত ২ অক্টোবর ইসরায়েল জাতিসংঘ মহাসচিবকে অবাঞ্ছিত ঘোষণা করে এবং প্রবেশে নিষেধাজ্ঞা দেয়। ইসরায়েলি মন্ত্রী কাৎজ বলেন, গুতেরেস ইসরায়েলের মাটি পা রাখার যোগ্য নন।

চিলির চিঠিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অন্তত ১০ সদস্য রাষ্ট্র, যেমন ফ্রান্স, রাশিয়া, চীন, স্লোভেনিয়া ও সুইজারল্যান্ড সমর্থন দেয়। তবে সই করেনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও দক্ষিণ কোরিয়া

ভারত কেন চিঠিতে সই করেনি, তা নিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। এর আগে গত ৪ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ভারতের জন্য গুতেরেস জাতিসংঘের মহাসচিব। তৃতীয় পক্ষ কী বলল তা আমাদের মন্তব্য করার বিষয় নয়।  

উপরে