শিরোনাম
পাকিস্তানের কাছে ৪.৩২ বিলিয়ন ডলার ন্যায্য হিস্যা চাইলো বাংলাদেশ বিদেশি শিক্ষার্থী ভর্তির অধিকার হারাতে পারে হার্ভার্ড গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত ট্রান্সজেন্ডাররা নয়, শুধু জন্মগত নারীরাই নারী: ব্রিটিশ আদালতের রায় ওয়াকফ বিলের প্রতিবাদে উত্তাল কলকাতা দক্ষিণী নির্মাতার হাত ধরে খলনায়ক হয়ে ফিরছেন শাহরুখ ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ডোমিনিকায় নাইটক্লাবের ছাদ ধসে নিহত বেড়ে ৯৮ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 10 April, 2025 01:39

ডোমিনিকায় নাইটক্লাবের ছাদ ধসে নিহত বেড়ে ৯৮

ডোমিনিকায় নাইটক্লাবের ছাদ ধসে নিহত বেড়ে ৯৮
মেইল রিপোর্ট :

ডোমিনিকান প্রজাতন্ত্রের একটি নাইটক্লাবের ছাদ ধসে কমপক্ষে ৯৮ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) দুর্ঘটনার পর জরুরি অবস্থা পরিচালনা কেন্দ্রের পরিচালক জুয়ান ম্যানুয়েল মেন্ডেজ এই তথ্য নিশ্চিত করেন।

নিহতদের মধ্যে ডোমিনিকান মেরেঙ্গু গায়ক রুবি পেরেজ এবং ৫১ বছর বয়সী অবসরপ্রাপ্ত এমএলবি পিচার অক্টাভিও ডোটেলও রয়েছেন। ডোটেলকে জীবিত উদ্ধার করা হলেও কিছুক্ষণ পরেই তিনি মারা যান। দুর্ঘটনার পর, কয়েক ডজন অ্যাম্বুলেন্স আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, স্থানীয় সময় রাত পৌনে ১টার কিছু আগে দুর্ঘটনাটি ঘটে। তখন ক্লাবটির ভেতরে ৫০০ থেকে এক হাজার মানুষ ছিল। ক্লাবটিতে ৭০০ জন বসার এবং হাজার মানুষের দাঁড়িয়ে থাকার ব্যবস্থা ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সঙ্গীতশিল্পী পেরেজ মঞ্চে পারফর্ম করছিলেন। ঠিক তখনই বিদ্যুৎ বিভ্রাট ঘটে এবং ছাদ হঠাৎ ভেঙে পড়ে। তার মেয়ে জুলিংকা সাংবাদিকদের জানান, তিনি ধ্বংসস্তূপ থেকে বেঁচে যেতে সক্ষম হলেও তার বাবা বাঁচতে পারেননি।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন ডোমিনিকান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট লুইস অ্যাবিনাদা। তিনি তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। এছাড়া, নিহতদের মধ্যে মন্টে ক্রিস্টি পৌরসভার গভর্নর নেলসি ক্রুজও ছিলেন বলে জানিয়েছেন তিনি।

প্রাথমিকভাবে ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও, পুরো দিনব্যাপী মৃতের সংখ্যা বাড়তে থাকে। সন্ধ্যা নাগাদ তা ৭৯ জনে পৌঁছায় এবং সর্বশেষ খবর অনুযায়ী তা ৯৮ জনে পৌঁছেছে। কর্তৃপক্ষ জানায়, যতক্ষণ পর্যন্ত জীবিত কাউকে উদ্ধার করা সম্ভব হবে, ততক্ষণ উদ্ধার অভিযান চলবে।

উপরে